×
বিনোদন

হাতে নেই কোন কাজ! অভিনয় ছেড়ে নতুন পেশা বেছে নিলেন ‘যমুনা ঢাকি’র গীত

Advertisements
Advertisements

একের পর এক সিরিয়ালের অভিনয় করতে পাওয়া মানে বিরাট সুযোগ। তবে এক একটি সিরিয়ালে শুধুমাত্র মুখ্য চরিত্রকে লাগেনা, এর পাশাপাশি থাকে অনেক পার্শ্ব চরিত্রও। বাংলা ধারাবাহিকে এরকমই একজন অভিনেত্রী হলেন ‘চাঁদনী সাহা’ (Chandni Saha)। স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলার অনেক হিট সিরিয়াল অভিনয় করতে দেখা গেছে তাকে। স্বাভাবিকভাবে দর্শকমনে এক আলাদাই জায়গা করে নিয়েছেন তিনি।

Advertisements

তবে বর্তমানে চাঁদনী অর্থাৎ যমুনা ঢাকি খ্যাত ‘গীত’ বেছে নিয়েছে এক অন্য পেশা। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন নানান লেখালেখির কাজে। লেখিকা হিসেবে নিজের বইও প্রকাশ করেছেন বইমেলাতে। এই বছর চাঁদনীর লেখা বই ‘তিন সত্যি’ প্রকাশিত হয়েছে। এমনকি নিজের কবিতা পাঠ করেও শুনেছিলেন তিনি বই মেলার অনুষ্ঠানে। সংবাদ মাধ্যমের কাছে বলেছেন, অভিনয়ের পাশাপাশি তিনি লেখালেখি করতে চিরকালই ভালবাসতেন।

তবে এখনকার দিনে অভিনেতা-অভিনেত্রীরা শুধু একটি পেশাতেই আবদ্ধ থাকছেন না! কেউ পার্লার চালাচ্ছেন, কেউ বা রেস্টুরেন্ট! কখনো কখনো আবার শাড়ির ব্যবসা করতেও দেখা যাচ্ছে অনেককে। ঠিক সেরকম ভাবেই এক ভিন্ন পেশা বেছে নিয়েছেন চাঁদনি।

তবে চাঁদনী জানিয়েছে, অনেক বছর ধরেই সে এই পেশার সাথে যুক্ত। করোনা কালীন পরিস্থিতিতে আরো বেশি করে যুক্ত হয়ে পরেছিলেন। শুটিং ফ্লোরেও নোটপ্যাড নিয়ে যান, অবসর সময় পেলেই নানান কবিতা লেখেন। সেখান থেকেই তার বই প্রকাশের ভাবনা আসে মনে।

Advertisements