×
বিনোদন

স্বস্তিকা মুখোপাধ্যায় গর্ভবতী! সন্তানের বাবার কে? ভাইরাল হল বেবি বাম্পের ঝলক

Advertisements
Advertisements

টলিউডের (tollywood) অন্যতম বিতর্কিত অভিনেত্রী ‘স্বস্তিকা মুখোপাধ্যায়’ (Swastika Mukhapadhyay)। প্রায় এক দশক ধরে দর্শকের নানান ছবি উপহার দিয়েছেন তিনি। কিছুদিন আগেই ওটিটি প্ল্যাটফর্মে ‘দুপুর ঠাকুরপো’ সিরিজের মাধ্যমে অধিক জনপ্রিয়তা কুড়িয়েছেন তিনি। তবে তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রায়শই নানান মজাদার ট্রোলের রেশ ওঠে।

Advertisements

কিছুদিন আগেই নেটমাধ্যমে পাত্র খোঁজার বিজ্ঞাপন দিয়েছিলেন অভিনেত্রী আর এই নিয়ে নানান কটাক্ষ শুনতে হয়েছিল তাকে। সেই পোস্টে অভিনেত্রী লিখেছিলেন, তার কিরকম ছেলে পছন্দ! তিনি জানিয়েছিলেন, “ছেলে শ্যামবর্ণ হলেও চলবে, ফর্সা হতে হবে না। কিন্তু বই পড়তে ভালোবাসতে হবে”! এর পাশাপাশি ভালবাসতে হবে বেড়াতে যেতে। আর ছেলের বিশেষ গুণ হিসেবে থাকতে হবে, টানা ১০ মিনিট বাংলায় কথা বলার দক্ষতা। অভিনেত্রী জানিয়েছেন , “আমাকে না ভালবাসলেও চলবে কিন্তু কুকুরদের মাথায় করে রাখতে হবে”।এইসব নিয়েই অভিনেত্রী যখন চর্চার কেন্দ্রবিন্দুতে ছিলেন। ঠিক সেই সময় আরও একটি বিষয় নিয়ে জেগে উঠলো নেটবাসীরা! সম্প্রতি স্বস্তিকার পোস্ট করা একটি ছবি নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে নেটপাড়ায়, যেখানে তার বেবি বাম্প ছিল স্পষ্ট! ওই পোস্টে স্বস্তিকার পরনে ছিল নীল রঙের সালোয়ার, খোলা চুল এবং তার চোখে-মুখে ছিল ক্লান্তি। তবুও এরই মাঝে একটি ম্লান স্নিগ্ধ হাসি ছিল তার ঠোঁটে!

তার এই ছবি দেখার পর নানান মন্তব্য উঠে এসেছে ছবির কমেন্ট বক্সে। কেউ কেউ অভিনেত্রীকে শুভেচ্ছাবার্তা জানিয়েছে। আবার অনেকেই নানান কৌতুহল ধর্মীয় প্রশ্নে ভরিয়ে তুলেছে ভিডিওর কমেন্ট বক্সে। কেউ বলেছে, “এতো মা হওয়ার হিড়িক উঠেছে কেনো”! কেউ আবার প্রশ্ন করেছে “বাবা কে”! তবে দর্শকদের মধ্যে বেশ উত্তেজনার সৃষ্টি করেছে এই পোস্টটি। ছবি ক্যাপশেন বিশেষ কিছু লিখে পাঠাননি তিনি।

 

View this post on Instagram

 

Shared post on

তবে জানা যায়, এটি সবটাই মিথ্যে! আগামী ১ লালা ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত ‘কালা’,। তাই সেই ছবির শুটিং এবং শেষ কাজকর্মে বেশ ব্যস্ত অভিনেত্রী। ওই ছবিতে অভিনেত্রীর নাম ‘উর্মিলা’। ছবিতে একাধিক চরিত্রে দেখা যাবে স্বস্তিকাকে, তারই মধ্যে একটি চরিত্রে গর্ভবতী অবস্থায় দেখা মিলবে অভিনেত্রীর। তারই এক ঝলক দর্শকদের সাথে ভাগ করে নিয়েছেন তিনি।

Advertisements