দুধ সাদা পোশাকে সুপার হট রশ্মিকা, অভিনেত্রীর ছবি দেখে ঘুম উড়ল ভক্তদের

দক্ষিণী সিনেমা থেকে শুরু করে বলিউড সর্বত্রই জনপ্রিয় অভিনেত্রীর তালিকায় রয়েছে ‘রশ্মিকা মন্দানা’ (Rashmika Mandana)। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার মাধ্যমে ইতিমধ্যেই ন্যাশনাল ক্রাশে পরিণত হয়েছেন তিনি। দক্ষিণী সিনেমার পাশাপাশি গত বছর বলিউডেও ডেবিউ করেছেন ‘গুডবাই’ নামক সিনেমার মাধ্যমে। তবে এই ছবি বক্স অফিসে সেরকম সাড়া ফেলতে পারেনি। এসবের পাশাপাশি সবসময়ই সোশ্যাল মিডিয়ায় জড়িয়ে থাকেন অভিনেত্রী।
আগামী দিনে আবারও হিন্দি ছবিতে দেখা যাবে রশ্মিকাকে। রনবির কাপুরের সাথে ‘অ্যানিমেল’ ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি। এছাড়া ইতিমধ্যেই শুরু হয়েছে পুষ্পার দ্বিতীয় পার্ট, পুষ্পা:দ্য রুলের শুটিং। সেখানে আবারো অভিনয় করছেন শ্রীভল্লী।
বর্তমানে তাকে মাঝেমধ্যেই বিজয় দেবেরাকোন্ডার সাথে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা যাচ্ছে। কখনো তারা আবার ছুটি কাটাতে যাচ্ছে দেশের বাইরে। যদিও নিজেদের সম্পর্কের ব্যাপারে এখনো কিছু খোলামেলা মন্তব্য রাখেননি তারা।
View this post on Instagram
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (viral) হওয়া এক ছবিতে রশ্মিকাকে দেখা গেছে, একটি অফ হোয়াইট রঙের কো-অর্ সেটে। যেখানে উপরের অংশে ছিল একটি ক্রপ টপ এবং নিচে ছিল একটি হাই থাই স্লিলেট স্কার্টে। এর সাথে একটি লং শ্রাগ নিয়েছিলেন অভিনেত্রী। তবে পায়ের অনেকাংশ ছিল উন্মুক্ত রেখেছিলেন। খোলা মুখে ছিল হালকা মেকআপ। অলংকার হিসেবে গলায় পরেছিলেন একটি সোনালী রঙের লেয়ার্ড নেকপিস, কানে ছোট ইয়ার রিং। এই ছবিটি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশন দিয়েছিলেন, জীবনে নেতিবাচক ভাববার জন্য সময় নেই। আশা, সুখ, শান্তি সবার ওপরে রয়েছে। নেটিজেনরা প্রত্যেকেই তার এই ছবিতে ভালোবাসা জানিয়েছে।