×
বিনোদন

ডিপ নেক কালো টপে সুপার বোল্ড মধুমিতা, অভিনেত্রীর হটনেসে কুপোকাত পুরুষভক্তরা

Advertisements
Advertisements

টলি পাড়ার অন্যতম সফল অভিনেত্রী ‘মধুমিতা সরকার’ (Madhumita Sarcar)। তাকে এসভিএফ কন্যা বলেও আখ্যায়িত করা হয় কারণ এসভিএফ ছাড়া অন্য কোন সিনেমাতে, তাকে খুব একটা বেশি দেখা যায় না। যদিও বাংলা ধারাবাহিকের হাত ধরেই তার অভিনয় জীবনের পথ চলা শুরু। এখন তিনি বড় পর্দা,ওটিটে প্ল্যাটফর্ম সবকিছুতেই অভিনয় করছেন।

Advertisements

মধুমিতাকে শেষবারের জন্য দেখা গিয়েছিল ‘দিলখুশ’ নামক সিনেমাতে। যদিও এই সিনেমাটি বক্স অফিসে সেরকম সারা ফেলতে পারেনি। আগামী দিনে হইচইতে ‘শ্রীকান্ত টু’ ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। এইসবের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার পাতাতেও বেশ সক্রিয় তিনি।

অনুরাগীদের উদ্দেশ্যে নানান লুকে হাজির হন মধুমিতা। কখনো ট্র্যাডিশনাল কখনো বা স্মার্ট বিভিন্ন সাজে টেক্কা দেন অন্যদের। সম্প্রতি তাকে দেখা গেল একেবারে কালো বোল্ড লুকে।যেখানেই তার পরনে ছিল একটি কালো রঙের টপ, যার ওপরের অংশটি ছিল ট্রান্সপারেন্ট। এর দ্বারা তার ক্লিভেজ ছিল সম্পূর্ণ উন্মুক্ত। এই টপের সাথে একটি হাই ওয়েস্ট ডেনিম পড়েছিলেন অভিনেত্রী, যাতে ছিল অনেকগুলি বোতাম। পায়ে ছিল একটি কালো রঙের পাম্প হিল।

 

View this post on Instagram

 

Shared post on

Insurance coverage provided by UnitedHealthcare Insurance dítě hvězdy or its affiliates Payer Initiated Reductions. PR. Patient Responsibility. Reason. Code.

এই জাতীয় ছবি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার পাতায়। অনেকেই তাকে ভালোবাসা জানায়। তবে কেউ কেউ বলে ছবিতে চান্স না পাওয়ার জন্য, এভাবে শরীর দেখিয়ে সকলের নজর কাড়েন তিনি!

Advertisements