খোলামেলা পোশাকে আগুন ঝরালেন শাহরুখ কন্যা, বোল্ড লুকে নেটিজেনদের প্রশংসা কুড়োলেন সুহানা

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের উষ্ণতার চরম বহিঃপ্রকাশ করলেন শাহরুখ কন্যা সুহানা খান। হট ফটোশুট করে তাক লাগিয়ে দিলেন ১৮ বছরের স্টাইল আইকন সুহানা খান। কিচেনরুমে চিজ গ্রেড করতে করতে হট ফটোশুট করলেন তিনি। হালকা রং এর স্লিভলেস ওয়েস্টার্ন ড্রেস পড়ে হট বোল্ড লুকের ছবি শেয়ার করলেন তার ইনস্টাগ্রামে হ্যান্ডলে এবং তার ছবির নিচে ক্যাপশ্যানে লেখেন “say cheese”। এই ফটোশুটে তাঁকে দেখা যাচ্ছে, হাল্কা মেক আপ, খোলা চুল আর উন্মুক্ত উরুতে উষ্ণতা ছড়ালেন তিনি নেট দুনিয়ায়। যা নিমেষে মধ্যে ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়।
প্রসঙ্গত, বলিউডে এখনও পা রাখেননি সুহানা খান। কিন্তু বলাই যায় এর মধ্যে রীতিমতো তারকা, শাহরুখ কন্যা সুহানা খান। যদি ও আমরা জানি যে, সোশ্যাল মিডিয়ায় তার শেয়ার করার পর ছবি ভাইরাল হতে বেশি সময় লাগে না। তবে এ কথা ও সত্যি যে, নায়িকা না হয়েও নেট দুনিয়ার অনেকের কাছেই স্টাইল আইকন সুহানা খান। তার অনুরাগীরা অনেকেই বলেন, সুহানার ড্রেসিং সেন্স এক কথায় ঈর্ষণীয়।
বলাই বাহুল্য যে, সুহানাকে আমরা এখনও রূপালি পর্দায় দেখতে পাইনি। তবে এটা ও সত্যি যে তাঁকে এখনো ও রূপালি পর্দায় দেখা না গেলেও, তিনি অভিনেত্রীর সঙ্গে সঙ্গে অনেকের কাছে তাদের স্টাইল আইকন ও বটেই। যদি ও শোনা যায় যে, মঞ্চে নাকি অনেক বার অভিনয় করেছেন তিনি। এছাড়াও তিনি তাঁকে নাকি থিয়েটারের মুখ্য চরিত্রে ও অভিনয় করেতে দেখা গেছে বহুবার। তবে তিনি শুধু অভিনয়তেই থেমে নেই, লকডাউনের মধ্যে অবসর সময়কে রীতিমতো কাজে লাগিয়ে বেলি ডান্স আয়ত্ত করে ফেলেছেন তিনি।
View this post on Instagram
আমরা সকলেই জানি সুহানা খান তার সোশ্যাল হ্যান্ডলে বেশ ভালোই একটিভ থাকেন। তিনি তার ফ্যানদের জন্য মাঝে মাঝে তার ইনস্টাগ্রামে বন্ধুদের সঙ্গে প্রচুর ছবি শেয়ার ও করতে থাকেন। যদি ও আমরা জানি যে ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা প্রায় ১১ লাখ। বর্তমানে তার ইনস্টাগ্রামে এই হট বোল্ড লুকের ছবিটি শেয়ার করার সঙ্গে সঙ্গে অনেকেই তাকে গর্জিয়াস, অসাধারণ ইত্যাদি কমেন্ট ও করেছেন। যদি ও তাদের নেটিজনদের মধ্যে থেকে এখন একটাই প্রশ্ন উঠে আসছে যে, কবে সুহানাকে তারা বড়পর্দায় দেখতে পাবেন! সম্প্রতি সুহানার ছবিটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ায় সঙ্গে সঙ্গে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তা তুমুল ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়।