তৃতীয়বারের জন্য বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শুভশ্রীর দিদি দেবশ্রী!

টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ‘শুভশ্রী গঙ্গোপাধ্যায়’ (Shubhashree Ganguly)। বাণিজ্যিক সিনেমা দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করে, বর্তমানে বেশ ভিন্ন চরিত্রের মাধ্যমে দর্শক মনে জায়গা করে নিয়েছেন তিনি। তবে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে সব সময় চর্চা হয়ে থাকে সোশ্যাল মিডিয়ার পাতায়। তার পরিবারের সকল সদস্যই যেন সেলিব্রেটি! সেই তালিকায় শীর্ষস্থানে রয়েছে শুভশ্রীর দিদি ‘দেবশ্রী গঙ্গোপাধ্যায়’ (Debashree Ganguly)। টুকটাক অভিনয় করলেও তার ব্যক্তিগত জীবনই অধিকচর্চিত সোশ্যাল মিডিয়ায়। এর আগে তার বিয়ে এবং বিবাহ বিচ্ছেদ এইসব নিয়ে একাধিকবার ভাইরাল হয়েছিলেন তিনি। সম্প্রতি আবারও সেইসব নিয়েই জল্পনা শুরু হলো নেট দুনিয়ায়।
ইনস্টাগ্রামের তাকে দেখা গেছে কনের সাজে। যেখানে তার পরনে ছিল লাল বেনারসি, কপালে চন্দনের কলকা, মাথায় মুকুট এবং শিঁথিতে লাল সিঁদুর। যার ফলে অনুরাগী মহলে ঝড় উঠেছে, তিনি নাকি আবারও সাত পাকে বাঁধা পড়তে চলেছেন! তবে জানা গেছে এটা সম্পূর্ণ একটি ফটোশুটের জন্য তৈরি সাজ।
ওই ছবির উপরেই অভিনেত্রী লিখে দিয়েছিলেন, সেই সব ফটোশুটে দিনগুলো মনে পড়ে যার। ফলে কোথাও আগে একটি ব্রাইডাল মেকাপের ফটো শুটের দৃশ্য তিনি তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়। এভাবে অনেকেই পুরনো স্মৃতি অনুরাগীদের সামনে তুলে ধরেন।
দেবশ্রী গঙ্গোপাধ্যায়ের বিবাহ নিয়ে এতটাই জল্পনা যে, ওই পোস্ট দেখেও অনুরাগীরা একই রকম চিন্তা ধারায় বিশ্বাস করতে শুরু করেছিলেন। বর্তমানে অবশ্য ছেলে অনিসকে নিয়ে বেশ ব্যস্ত রয়েছেন তিনি। একা হতে মানুষ করছেন তার একমাত্র ছেলেকে। বিদেশে পড়তে পাঠিয়েছে তাকে। কিছুদিন আগে অমিত ভাটিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন, যদিও সেই বিয়ে বেশিদিন টেকেনি। অভিনয় জগৎ থৈকেও বেশ কিছুটা দূরে রয়েছেন তিনি।