×
বিনোদন

কালো পোশাকে ঘাম ঝরিয়ে নিজের জীবনের সিক্রেট ফাঁস করলেন শুভশ্রী!

Advertisements
Advertisements

টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ‘শুভশ্রী গঙ্গোপাধ্যায়’ (Shubhashree Ganguly)। বাণিজ্যিক সিনেমা দিয়ে অভিনয় জগৎ-এ পদার্পন করলেও, বর্তমানে বেশ ভিন্ন ধরনের সিনেমার মাধ্যমে দর্শক মনে জায়গা করে নিয়েছেন তিনি। মফস্বল শহর বর্ধমান থেকে টালিগঞ্জে এসে জায়গা করে নেওয়াটা অতটাও সহজ ছিল না তার জন্য! বর্তমানে বিভিন্ন চরিত্রে তার অবাক করা অভিনয়, ব্যাপক সাড়া ফেলছে টলিপাড়ায়। কখনো তাকে দেখা গেছে ‘পরিণীতা’ সিনেমাতে বাচ্চা মেয়ের ভূমিকায় কখনো বা ‘ইন্দুবালা ভাতের হোটেলে’ একেবারেই সত্তর বছরের বুড়ির ভূমিকায়।

Advertisements

এখন আবার অভিনয়ের পাশাপাশি প্রযোজনার কাজও শুরু করেছেন তিনি। ‘প্রলয় টু’ ছবিতে তার স্বামী ‘রাজ চক্রবর্তী’ যেমন পরিচালনার কাজ করছেন, ঠিক সেরকম ভাবেই এই ছবিতে প্রযোজনার দায়িত্বে রয়েছেন ‘শুভশ্রী গঙ্গোপাধ্যায়’।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় নিজের জীবনের একটি সিক্রেট তুলে ধরলেন তিনি। ইনস্টাগ্রাম থেকে একটি ভিডিও পোস্ট করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী। সেখানে তাকে দেখা যায় একটি কালো ঢিলেঢালা শার্ট এবং কালো রঙের ট্রাক সুট সাথে স্পোর্টস শু পরে জিমে গিয়ে শরীর চর্চা করতে। ভিডিওতে বিভিন্ন সময় বিভিন্ন ব্যায়াম করতে দেখা গেছে তাকে। এই ভিডিওর সাথে অভিনেত্রী ক্যাপশন জুড়েছিলেন, “কখনো হার স্বীকার করবেন না”!

 

View this post on Instagram

 

Shared post on

এর মাধ্যমে নিজের জীবনের লড়াইকে তুলে ধরতে চেয়েছিলেন অভিনেত্রী। এক সময়ে মা হওয়ার পর অধিক মেদবহুল হয়ে গিয়েছিল তার চেহারা। তবে আবারো আগের মতো স্লিম-ট্রিম ফিগারে ধরা দিয়েছেন তিনি আর এভাবেই নিজের সিক্রেট কে তুলে ধরেছেন সকলের সামনে। কেউ মন্তব্য করেছে, “আপনিই পারেন, আপনি পারবেন”। তো কেউ লিখেছে, “আপনাকে দেখে অনুপ্রাণিত হয় অনেকে”।

Advertisements