×
বিনোদন

ব্যাকলেস পোশাকে শুভশ্রী, হট অবতারে লাইমলাইট কাড়লেন অভিনেত্রী

Advertisements
Advertisements

টলিপাড়ার অন্যতম সফল অভিনেত্রী ‘শুভশ্রী গাঙ্গুলী’ (Shubhashree Ganguly)। কমার্শিয়াল ছবির মাধ্যমে টলিউডে পদার্পণ করলেও, বর্তমানে বেশ ভিন্ন ধরনের ছবি করে দর্শক মনে এক আলাদাই জায়গা করে নিয়েছেন তিনি। কিছুদিনের মধ্যেই ওটিঠি প্ল্যাটফর্মে আসতে চলেছে ‘ইন্দুবালা ভাতের হোটেল’, যেখানে এক বৃদ্ধ মহিলা অর্থাৎ মুখ্য ভূমিকায় অভিনয় করতে চলেছেন তিনি।

Advertisements

রাজপত্নী শুভশ্রী এমনিতেই মা হওয়ার পর থেকেই যেন অধিক জনপ্রিয় হয়ে উঠেছে। যদিও মা হওয়ার পর চেহারার বদলের জন্য নানান কটাক্ষ শুনতে হয়েছিল তাকে কিন্তু আবারো পুরনো ছন্দে ফিরে এসেছেন তিনি। আগের মতন স্লিম ট্রিম ফিগারে আবারো সকলের নজর কাড়ছেন। সম্প্রতি একেবারে বোল্ড অবতারে এই ধরা দিয়েছেন তিনি সোশ্যাল মিডিয়ার পাতায়।

 

View this post on Instagram

 

Shared post on

MUTV | Subscribe to Unternehmen in Oberalm Man Utd TV or Stream Online

ইনস্টাগ্রামে আপলোড করা তার ফটোগুলিতে তাকে দেখা গেছে, একটি মিরর ওয়ার্ক করা গর্জাস গাউনে। পোশাকটির উপরের অংশটি ছিল বডি টাইট এবং নিজের অংশে ছিল অনেক খানি ঘের। এর সাথে স্লিভগুলি ছিল হলটার প্যাটার্নের। অসংখ্য মিরর এমবেলিশমেন্টের কাজ করা ছিল অভিনেত্রী পোশাক জুড়ে। এর সাথে যেরকম মানানসই মেকআপ করেছিলেন, ঠিক সেরকম ভাবেই তার ঢেউ খেলানো চুলও অসম্ভব সুন্দর লাগছিল।

 

View this post on Instagram

 

Shared post on

MUTV | Subscribe to Unternehmen in Oberalm Man Utd TV or Stream Online

এই পোশাকটি ডিজাইন করেছে ‘Anvay Couture’। তবে সবকিছু বাদ দিয়ে এই পোশাকে বিশেষভাবে নজর কেড়েছে ব্যাক ডিটেলিং। শুভশ্রীর পোশাকের ব্যাক সাইটটি ছিল সম্পূর্ণ উন্মুক্ত, যা তাকে আরো আকর্ষণীয় করে তুলেছিল।

Advertisements