এতো বড়ো সেলিব্রেটি হয়েও সাধারণ মানুষের মতো ছেলে ইউভানকে নিয়ে চিড়িয়াখানায় ঘুরে বেড়ালান অভিনেত্রী শুভশ্রী, ভাইরাল ভিডিও

শীতকাল মানেই বাঙ্গালীদের হইহুল্লোড়ের আমেজ শুরু! পিকনিক থেকে শুরু করে হলিডে ট্যুর, সবকিছুই যেন এই শীতকালকে কেন্দ্র করে তৈরি করা হয়। অন্য জায়গার পাশাপাশি, শীতকালে বাচ্চাদের মনোরঞ্জনের এক অন্যতম ঠিকানা হলো চিড়িয়াখানা। প্রত্যেকেই বাড়িতে থাকা ছোট সদস্যদের নিয়ে একবার হলেও চিড়িয়াখানায় ঠিক ঢুঁ এই মারবেই। বলা বাহুল্য এই তালিকা থেকে বাদ যায় না
তারকারা পর্যন্ত।
সম্প্রতি অভিনেত্রী ‘শুভশ্রী গাঙ্গুলি’ (shubhasree Ganguly) কেও দেখা গেছে, ছেলে ইউভানকে নিয়ে চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা দিতে। মা শুভশ্রী বড় অভিনেত্রী এবং বাবা রাজ চক্রবর্তী (Raj Chakraborty) পরিচালক, দুজনেই বেশ ব্যস্ত থাকে তাদের কাজ নিয়ে। তবে এরই মাঝে তাদের ছেলেকে নিয়ে নানান মুহূর্ত তারা ভাগ করে নেয় সোশ্যাল মিডিয়ায়। এর দেখেই বোঝা যায়, ছেলের জন্য তাদের আলাদা করে সময় যেন তোলাই থাকে। প্রায়শই ইউভানকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন তারা। তাই এবার শীতের মরসুমে পশু-পাখি চেনাতে ছেলেকে নিয়ে হাজির হলেন চিড়িয়াখানায়।
ইনস্টাগ্রামে শুভশ্রী একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে দেখা গেছে মা ও ছেলে নিজেদের মধ্যে কথা বলছে এবং ইউভানকে বলতে শোনা গেছে, “জু ফরেস্ট”। সেখানে মা শুভশ্রী ছেলের ভুল শুধরে দিয়ে বলেছে, “ফরেস্ট নয় জু”। এরপর নানান পশুদের সাথে একে একে ছেলের পরিচয় করিয়ে দেয় অভিনেত্রী আর একইভাবে ইউভানও প্রচন্ডভাবে উপভোগ করে সেই সময়টি।
View this post on Instagram
এই দিনঅভিনেত্রীর পরনে ছিল টি-শার্ট এবং ফুল প্যান্ট। ছেলে ইউভানও পরেছিলো টি-শার্ট, প্যান্ট। চিড়িয়াখানায় ঘোরার পাশাপাশি, সাধারণ মানুষের মতন তারাও মাঠে চাদর বিছিয়ে খাওয়া-দাওয়া করছিল। যা দেখি নেটিজেনরা নানান প্রশংসায় ভরিয়ে তুলেছে ভিডিওটি।