×
বিনোদন

আবারও মা হতে চলেছেন ইউভান-জননী শুভশ্রী!

Advertisements
Advertisements

টলিউডের (Tollywood) অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ‘শুভশ্রী গাঙ্গুলী’। (Shubhashree Ganguly) পরিচালক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) সাথে গাঁটছড়া বাঁধার পর, তার অভিনয় জীবনের ব্যস্ততা যেন আরো কয়েকগুণ বেড়ে গেছে। সম্প্রতি মাও হয়েছেন তিনি, তাই বিভিন্ন কাজের পাশাপাশি একরত্তি ছেলেকে সামলাতেও বেশ ব্যস্ত হয়ে পড়েন তিনি। সন্তানকে বরাবর লাইমলাইটে রাখার জন্য বহু কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী; তবে এই সব কিছুকে তুচ্ছ করে মমাতৃত্বের স্বাদ তিনি উপভোগ করছেন।

ইউভান একটু বড় হওয়ার পরেই, শুভশ্রী আবারো পর্দায় ফিরে এসেছে। মেদযুক্ত শরীরকে মেদহীন শরীরে পরিণত করেছেন। তবে আবারো শোনা যাচ্ছে তিনি নাকি মা হতে চলেছেন! এই নিয়ে নানান জল্পনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

এ বিষয়ে একটি অ্যাওয়ার্ড শো-তে মুখ খুলেছেন অভিনেত্রী। তিনি জানান, তার কাছে মা হওয়ার অনুভূতিটা ঠিক নতুন চরিত্র পাওয়ার মতনই; তাই তিনি বারবার গর্ভবতী হতে চান। তাই আসলে তিনি একটি নতুন চরিত্রের কথা সকলকে জানাতে চেয়েছিলেন। এখন তার কাছে অন্য বাচ্চা বলতে তার অভিনয়ের জগৎই।

Advertisements
Advertisements