×
বিনোদন

ক্রিসমাসের আগেই বড়দিনের পার্টিতে সান্টার সাথে চুটিয়ে নাচ শুভশ্রী-ইউভানের, মা-ছেলের মিষ্টি ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ নেটজনতা

Advertisements
Advertisements

ডিসেম্বর তো পরেই গেছে! আর হাতে কোন কয়েকটা দিন, তারপরে সকলে মেতে উঠবে ক্রিসমাসের আমেজে। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা, সকলেই ক্রিসমাস উপলক্ষে যেন এক আলাদাই আমেজে মত্ত হয়। তবে ক্রিসমাস আস্তে বেশ কয়েকদিন দেরি থাকলেও, টলিউড (Tollywood) অভিনেত্রী ‘শুভশ্রী’ (Shubhashree Ganguly) ইতিমধ্যেই ছেলে ইউভানকে নিয়ে ক্রিসমাসের পার্টিতে মেতে উঠলো। যতই ক্রিসমাস খ্রিস্টানদের উৎসব হোক না কেন, জাতি-ধর্ম-বর্ণ সকলেই নির্বিশেষে এই উৎসব পালন করে।

Advertisements

চলতি বছর বড়দিন আসার আগেই, ক্রিসমাস পার্টির আয়োজন করেছে রাজ্যের প্রয়াত প্রাক্তন মন্ত্রী সাধন পান্ডের মেয়ে ‘শ্রেয়া পান্ডে’। এর ফলে তার পার্টিতে রীতিমতো চাঁদের হাট বসে গিয়েছে ক্রিসমাস শুরুর আগেই। ফেব্রুয়ারিতে বাবা মারা গেলেও, সময়ের স্রোতে আবারো জীবনের ছন্দে ফিরে এসেছে মেয়ে শ্রেয়া।

পার্টির বেশ কিছু ঝলক অভিনেত্রী শুভশ্রী, ইনস্টাগ্রামে তার অনুরাগীদের সাথে ভাগ করে নিয়েছে। যেখানে দেখা গেছে, ভীষণভাবে বার্থডেতে মজা করেছেন তারা। খেলাধুলার পাশাপাশি নাচ-গান সবকিছুই ছিল সেই পার্টিতে, এমন কি রাইডেরও ব্যবস্থা ছিল।

 

View this post on Instagram

 

Shared post on

শুভশ্রীর পাশাপাশি পার্টি বেশ উপভোগ করছিল একরত্তি ইউভানও। কিছুদিন আগেই ইউভানের প্লে স্কুল থেকে নিয়ে যাওয়া হয়েছিল চিড়িয়াখানাতে, সেখানেও তাকে বেশ মজার আমেজে দেখা গিয়েছিল। পার্টিতেও ঠিক সেরকম ভাবেই আনন্দ উপভোগ করছে শুভশ্রী-পুত্র। তার পরনে শীতের পোশাকে ছিল হুডি। অপরদিকি শুভশ্রী পরেছিল জিন্স আর টপ।

Advertisements