×
বিনোদন

হলুদ শিফন শাড়ি স্লিভলেস ব্লাউজে লাস্যময়ী রূপে শুভশ্রী গাঙ্গুলী, প্রশংসার ঝড় নেটদুনিয়ায়

Advertisements
Advertisements

টলিউডের (Tollywood) এক অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ‘শুভশ্রী গাঙ্গুলী’ (Shubhashree Ganguly)। বর্তমানে বেশ ভিন্ন স্বাদের ছবি করে, দর্শকদের তাক লাগিয়ে দিচ্ছেন তিনি। রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) সাথে গাঁটছড়া বাধার পরে, তার পরিচালনাতেই দুর্দান্ত কিছু ছবি দর্শকদের উপহার দিয়েছেন অভিনেত্রী। চলতি বছরে ‘বিসমিল্লা’, ’হাবজি গাবজি’, ‘ধর্মযুদ্ধ’ প্রতিটি সিনেমায় দর্শক মনে ব্যাপক সাড়া ফেলেছে শুভশ্রী। কিছুদিন আগেই ‘পরমব্রত চট্টোপাধ্যায়’ (Parambrata Chattopadhyay)-এর সাথে অভিনীত ‘বৌদি ক্যান্টিন’ রিলিজ করেছে বড় পর্দায়। ইতিমধ্যে শুটিংয়ের কাজে বেশ ব্যস্ত অভিনেত্রী।

Advertisements

এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় দর্শকদের জন্য বেশ কিছুটা সময় তুলে রেখে দেন তিনি। একাধিক মোহময়ী রূপে ফটোশুট করে, দর্শকদের তাক লাগিয়ে দেন অভিনেত্রী। সম্প্রতি এমনই এক লুকে দর্শকদের সামনে হাজির হলেন তিনি, যা দেখে চক্ষুচরক গাছ নেটিজেনদের। নেটদুনিয়ায় ভাইরাল (viral) হওয়া ওই ছবিটিতে তার পরনে ছিল, হলুদ রঙের শিফন শাড়ি এবং ফুশিয়া পিঙ্ক রঙের স্লিভলেস ব্লাউজ; এই ব্লাউজে মেরুন সাদা, গোলাপি একাধিক রঙের কাজ করা। এর সাথেই মুখে হালকা মেকাপে ছিল ব্লাশারের টাচ। গোলাপি ফুলের পাপড়ির মতো ঠোঁট এবং কপালে হালকা টিপে, তার সৌন্দর্যের মাধুর্য ঘায়েল করছিল নেটিজেনদের।


টলিউডের অন্যান্য নায়িকাদের থেকেই বর্তমানে ‘শুভশ্রী গাঙ্গুলী’ বহল চর্চিত। ধারাবাহিক মশলাদার সিনেমার ব্যারিকেড ভেঙে, বর্তমানে আর্ট এন্ড কালচারকে নিয়েই অধিক চর্চায় মেতেছেন তিনি। কিছুদিন পরেই ওটিটি প্লাটফর্মে আসতে চলেছে ‘ইন্দুবালা ভাতের হোটেল’, যেখানে এক সত্তর বছরের বৃদ্ধার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শুভশ্রী গাঙ্গুলী-কে। দর্শকমনে এইসব মিলিয়েই বেশ প্রশংসা কুড়িয়ে যাচ্ছেন অভিনেত্রী।

Advertisements