×
বিনোদন

‘সে আসছে’, নেটদুনিয়াতে কার আসার কথা জানালেন অভিনেত্রী শুভশ্রী!

Advertisements
Advertisements

টলিপাড়ার এক অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ‘শুভশ্রী গাঙ্গুলী’ (Shubhashree Ganguly)। কমার্শিয়াল ছবির দ্বারা নিজের অভিনয় জীবন শুরু করে, বর্তমানে বিভিন্ন স্বাদের আর্ট ফিল্মের দ্বারা দর্শক মনে একাংশ জায়গা দখল করে নিয়েছে সে। চলতি বছরে হাজির গানটি, বৌদি ক্যান্টিন; শুভশ্রী অভিনীত এই ছবিগুলি বেশ জনপ্রিয়তা এনে দিয়েছে তাকে। ‘ধর্মযুদ্ধ’ ছবিতে বেশ অন্যরকম লুকে দেখা যায় অভিনেত্রীকে, যার দ্বারা নিজের ক্যারিয়ারে বেশ সাফল্য নিয়ে এসেছে সে।

Advertisements

কিছুদিন আগেই বেশ কিছু সময়ের জন্য বিরতি নিয়েছিলেন অভিনেত্রী। তারপরে আবারো এসভিএফ-এর হাত ধরে বড় পর্দায় ফিরেছেন। এবার তাকে দেখা যাবে বৃদ্ধার চরিত্রে! হইচই-তে কল্লোল লাহিড়ীর উপন্যাস ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এ অভিনয় করতে চলেছে শুভশ্রী। দেবালয় ভট্টাচার্যের পরিচালনায় খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে এই সিরিজটি, যেখানে ৭০-ঊর্ধ্ব বৃদ্ধার চরিত্রে রয়েছেন অভিনেত্রী।

গত ৭ই ডিসেম্বর অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় এই সিরিজের একটি ছবি প্রকাশ করেছিলেন, যা দেখে আরো বেশি উৎসাহ প্রকাশ করেছে দর্শকেরা। প্রত্যেকেই ইন্দুবেলা ভাতের হোটেলে, শুভশ্রীর লুক দেখে উৎসুক হয়েছে। এরপর তার অভিনীত চরিত্রের একটি পোস্ট তাদের আরো বেশি উৎসাহিত করে তোলে।

অভিনেত্রীর করা এই পোস্টটিতে তাকে দেখা গেছে, ইন্দুবালা ভাতের হোটেল লেখা একটি পোস্টারের নিচে বৃদ্ধাদের বেশে; সাদা শাড়ি এবং সাদা ব্লাউজ পরে দাঁড়িয়ে থাকতে।তার মাথায় ছিল পাকা চুল এবং চোখে মোটা পাওয়ারের চশমা। এর সাথে রয়েছে অভিনেত্রীর আকর্ষণীয় ক্যাপশন, “সে আসছে”!স্বাভাবিকভাবেই অভিনেত্রীকে এই লুকে দেখে সকলেই প্রশংসায় পঞ্চমুখ হয়েছে। অনেকেই এবার অভিনেত্রীকে চিনতে পারেনি! অনুরাগীদের নানান মন্তব্য এসে জমা হয়েছে পোস্টের কমেন্ট বক্সে। কেউ লিখেছে, “পোস্টার দেখে মনে হচ্ছে ছবিটি দারুন হবে”! আবার কেউ বলেছে, “অপেক্ষা করতে পারছি না”।

Advertisements