×
বিনোদন

“ইস…তুই এত নোংরা”, অঙ্কুশের নোংরামো ফাঁস করলো শুভশ্রী!

Advertisements
Advertisements

টলিপাড়ার দুই অন্যতম জনপ্রিয় তারকা ‘শুভশ্রী গঙ্গোপাধ্যায়’ (Shubhashree Ganguly) এবং ‘অঙ্কুশ হাজরা’ (Ankush Hazra)। দুজনেই বর্ধমান শহরের বাসিন্দা! এর পরে মহানগরীতে গিয়ে নিজেদের মতন করেই ক্যারিয়ার তৈরি করে নিয়েছে দুজনেই। বর্তমানে নিজেদের মতন করে বেশ কাজে ব্যস্ত রয়েছে তারা। একদিকে কিছুদিনের মধ্যে রিলিজ করবে শুভশ্রীর ওটিটি সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’। ওইদিকে জি ফাইভ-এ মুক্তি পেয়েছে অঙ্কুশের ওয়েব সিরিজ ‘শিকারপুর’। দর্শকমহলে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি করেছে অঙ্কুশের সিরিজ। এইদিকে ইন্দুবালা ভাতের হোটেলে শুভশ্রীর প্রথম লুক নিয়েও বেশ প্রশংসা মুখরিত হয়েছে দর্শক মহল!

Advertisements

এই দুই জনপ্রিয় তারকাকে ‘আমি শুধু চেয়েছি তোমায়’ সিনেমায় একসাথে অভিনয় করতে দেখা গিয়েছিল। এরপরে তারা আর কোন সিনেমাতে একসাথে অভিনয় না করলেও, তাদের মধ্যে বেশ বন্ধুত্বের সম্পর্ক বর্তমান। সম্প্রতি আসন্ন ডান্স রিয়েলিটি শো, ‘ডান্স বাংলা ডান্স’-এ আবার একসাথে দেখা যাবে তাদের দুজনকে।

সম্প্রতি এই শোয়ের মঞ্চ থেকেই তাদের দুজনের এক মজাদার মুহূর্ত ব্যাপক ভাইরাল হয়েছ। সেখানে দেখা গেছে, শুটিংয়ের ফাঁকে জোর কদমে বার্গার খাচ্ছিল অঙ্কুশ। শুভশ্রী এসে বলে, “কি করছিস তুই”? খেতে খেতে অঙ্কুশ বলে, “আমি চিজ খাচ্ছি”! এটি শুনে বিরক্ত হয়ে শুভশ্রী বলে, “ইস! এত নোংরা কেন রে তুই? এভাবে খাচ্ছিস কেন”? এরপর অঙ্কুশ যা উত্তর দিয়েছে, তা শুনে সকলেই হেসে উঠেছে। তিনি বলেন, “কতক্ষণ জল খাবার খাইনি আমি”। এই মুখটা একটু পরিষ্কার করে দে তো”! এর পরিবর্তে শুভশ্রী উত্তর দেয়, “আমি নোংরাটেদের পরিষ্কার করি না”!

 

View this post on Instagram

 

Shared post on

এই ভিডিও দেখে স্পষ্ট হয়েছে, তাদের মধ্যে খুনসুটিপূর্ণ বন্ধুত্ব কতটা বর্তমান। এই শোয়ের মাধ্যমে আবারও একসাথে দেখা মিলবে, তাদের এইরকম খুনসুটির। এই শোতে বিধারক হয়ে আসছেন শুভশ্রী, অন্যদিকে সঞ্চালনার কাজে থাকবেন অঙ্কুশ। পাশাপাশি প্রায় ১০ বছর পর মহাগুরুর আসনে ফিরতে ধরেছে ‘মিঠুন চক্রবর্তী’।

Advertisements