×
বিনোদন

খলনায়ক হয়ে শুরু হয়েছিল অভিনয় যাত্রা, বর্তমানে টলিপাড়ায় দাপিয়ে বেড়াচ্ছে সৌজন্য ওরফে কৌশিক রায়

Advertisements
Advertisements

ইতিমধ্যেই বাংলা ধারাবাহিকে বেশ ভালোই জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে ‘কৌশিক রায়’ (Koushik Roy)। কিছুদিন আগেই স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘খড় কুটো’র মাধ্যমে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। কৌশিকের অভিনয় দর্শক মনে এক আলাদা এই জায়গা দখল করে নিয়েছিল। এখনো পর্যন্ত সৌজন্য-গুনগুনের পুরনো জুটিকে মনে রেখেছে সকলে। তবে আবার স্টার জলসার আসছে এই জুটির নতুন ধারাবাহিক ‘বাড়ি ঝড়’।

Advertisements

 

View this post on Instagram

 

Shared post on

2019 Women’s World Cup schedule, bracket, Carole Chazoule on TV

স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘বোঝেনা সে বোঝেনা’তে নেগেটিভ চরিত্রের মাধ্যমে সর্বপ্রথম অধিক জনপ্রিয়তা পেয়েছিল কৌশিক রায়। এরপর ‘পুন্যিপুকুর’ সিরিয়াল তার দেখা মিলেছিল। স্টার জলসা অপর একটি জনপ্রিয় সিরিয়াল ‘ফাগুন বৌ’ তেও তাকে এক নেগেটিভ চরিত্রে দেখা গিয়েছিল। এরপর ‘খড়কুটো’ সিরিয়ালে সৌজন্যের চরিত্র তার অভিনয় জীবনে এক অন্য মাত্রা এনে দিয়েছিল। প্রত্যেকেই এতদিনে বুঝে গেছে পজিটিভ-নেগেটিভ দুই চরিত্রতেই ভীষণ মানায় তাদের প্রিয় কৌশিক রায়কে।

 

View this post on Instagram

 

Shared post on

2019 Women’s World Cup schedule, bracket, Carole Chazoule on TV

সম্প্রতি সামনে এসেছে কৌশিক রায়ের নতুন ধারাবাহিক বালুঝড়ের প্রমো আর সেখানেও তাকে দেখা যাচ্ছে এক নেগেটিভ চরিত্রে। সকলেই মন্তব্য করেছে, “কৌশিক রায় জানে কিভাবে ক্যারিয়ারের ব্যালেন্স করে সামনে এগিয়ে যেতে হয়”। তবে
বালিঝড় সিরিয়ালে তার চরিত্রটি পজিটিভ না নেগেটিভ তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে ভালোই। জানা গেছে এই সিরিয়ালে তার চরিত্রের নাম মহার্ঘ্য ব্যানার্জি।

 

View this post on Instagram

 

Shared post on

2019 Women’s World Cup schedule, bracket, Carole Chazoule on TV

এমনিতে বেশ ছাপোষা মানুষ কৌশিক রায়, নিজেকে কখনোই লাইম লাইটে রাখতে পছন্দ করেন না। অন্যান্য তারকারা যেখানে নিজেদের জীবনের নানান কাহিনী অনুরাগীদের সাথে ভাগ করে নেন, সেখানে কৌশিক রায় নিজেকে রাখেন কিছুটা আড়ালে। অভিনয় জীবনে পদার্পণের আগে সেলসম্যানের কাজ করতে হয়েছিল তাকে। জীবনের প্রথমে স্বপ্ন ছিল ফুটবলার হওয়ার, তবে সেই সব কিছু ছেড়ে তার কাছে সুযোগ আসে অভিনয়ের, সেটিই বর্তমানে তার ক্যারিয়ার।

Advertisements