ক্যামেরার সামনেই পোশাক পরিবর্তন সৃজলার! মন ফাগুনের পিহুর কাণ্ড দেখে হতবাক নেটদুনিয়া

স্টার জলসার (star jalsha) এক জনপ্রিয় সিরিয়াল ছিল ‘মন ফাগুন’। যার মাধ্যমে মুখ্য চরিত্র ‘পিহু’ ওরফে ‘সৃজলা গুহ’ (Srijala Guha) দর্শকদের মনে একাংশ জায়গা দখল করে নিয়েছিল। তবে বর্তমানে সোশ্যাল মিডিয়ার পাতাতে বেশ অ্যাক্টিভ তিনি। নিজের অনুরাগীদের কাছে প্রায়শই নিত্যনতুন সাজে ধরা দেন সৃজলা। অনুরাগীরাও অপেক্ষায় থাকে সৃজলার দুর্দান্ত কিছু উপস্থাপনার জন্য। ঠিক যেমন, বেলি ডান্সে পারদর্শীর সৃজলা, প্রায়শই বিভিন্ন ডান্স রিয়েলিটি শো-তে উপস্থিত হয়ে বেলি ডান্স দেখান।
তবে জানা গেছে আগামী দিনে স্টার জলসার একটি নতুন ধারাবাহিকে আবারো দেখা যাবে তাকে। ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ সিরিয়ালের মাধ্যমে আবারও টেলি ধারাবাহিকে ফিরতে চলেছে সৃজলা। যদিও এখনো পর্যন্ত কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি।
সম্প্রতি অভিনেত্রীর একটি ইনস্টাগ্রাম রিল কে ঘিরে, রীতিমতো শোরগোল পড়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। যেখানে ক্যামেরার সামনেই তাকে পোশাক পরিবর্তন করতে দেখা গেছে! যদি ওই সম্পূর্ণ ভিডিওটি এডিটের কারসাজি, তা বলা বাহুল্য। ভিডিওর শুরুতেই শ্রীজলাকে দেখা গেছে, একটি সিকুয়েন্সের ড্রেস পরে ক্যামেরার সামনে নাচ করতে। পোশাকটিতে তার ক্লিভেজ ছিল উন্মুক্ত! এরপরই সেই পোশাকটি পরিবর্তিত হয়ে যায় এবং সৃজলার পরনে দেখা যায়, একটি নেটের টপ ও স্কার্ট। সেটিও পরিবর্তিত হয়ে তার পরনে আসে কালো রঙের অফ সোল্ডার লেদার টপ এবং শর্ট স্কার্ট। তারপর সেটি পরিবর্তিত হয়ে আসে আরও একটি নেটের তৈরি শর্ট ড্রেস। পোশাকগুলির বিশেষত্ব হলো, সবগুলি প্রায় কালো রঙের।
View this post on Instagram
ভিডিওটি ইনস্টাগ্রামে তুলে ধরা মাত্রই, সেটি ভাইরাল হয়ে উঠেছে। সৃজলার কাছের বন্ধু অভিনেত্রী ‘গীতশ্রী’ একটি আগুনের ইমোজি দিয়েছে। এছাড়া অনেকেই তাকে নোরা ফাতেহির সাথে তুলনা করেছে।