টাকার লোভে মেয়েকে বিক্রি করে দিয়েছিলেন শ্রীদেবীর মা!

‘যশ চোপড়া’র (Yash Chopra) ফিল্ম মানে বলিউডে এক বিশেষ অধ্যায়। একসময় প্রিয়াঙ্কা চোপড়া বলেছিলেন যে, তিনি প্রকৃত নায়িকা হননি কারণ তিনি যশের সিনেমায় অভিনয় করেননি। দর্শক মহলে একের পর করে হিট সিনেমা উপহার দিয়েছেন। সমাজের বিভিন্ন স্তরের মানুষদের অভিনয়ের সুযোগ করে দিয়েছেন তিনি। কিছুদিন আগে নেটফ্লিক্সে ‘দ্য রোমান্টিক’ নামে একটি ডকুমেন্ট সিরিজ স্ট্রিমিং হচ্ছে । যেখানে যশ চোপড়াকে দেখা গেছে চাঁদনী সিনেমা নিয়ে কিছু কথা বলতে।
View this post on Instagram
MUTV | Subscribe to Unternehmen in Oberalm Man Utd TV or Stream Online
এখান থেকেই বেশ কিছু অজানা কাহিনী উঠে এসেছে। এই ‘চাঁদনী’ সিনেমাতে মুখ্য চরিত্রে ছিলেন ‘শ্রীদেবী’। রোমান্টিক চরিত্রে শ্রীদেবীর মুখ বরাবরই বেশ মানিয়ে যেত। ওই সিনেমা আসার আগে রীতিমতো স্টার হয়ে উঠেছিলেন শ্রীদেবী, অভিনয় করছিলেন তামিল ফিল্মে। অনিল কাপুর বলেছিল, যশ বুঝতে পারছিলেন না কিভাবে নতুন ফিল্মের জন্য শ্রীদেবীর সাথে কথা বলবেন, যার ফলে বনি কাপুরের কাছে তিনি গিয়েছিলেন।
View this post on Instagram
MUTV | Subscribe to Unternehmen in Oberalm Man Utd TV or Stream Online
বনি তা শোনা মাত্রই চেন্নাই গিয়েছিলেন, শ্রীদেবীর মায়ের সাথে কথা বলতে কারণ শ্রীদেবীর ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত তার মাই নিতেন। এমনকি তার পারিশ্রমিকও ঠিক করে দিতেন। তবে অনেককে রীতিমতো অবাক করেছিলেন শ্রীদেবীর মা! যশ চোপড়ার ছবির ব্যাপারে কোনরকম আগ্রহই দেখাননি তিনি, শুধুমাত্র টাকার অংকই জানতে চেয়েছিলেন!
View this post on Instagram
MUTV | Subscribe to Unternehmen in Oberalm Man Utd TV or Stream Online
তবে ‘চাঁদনী’ সিনেমাতে পোশাকের জন্য ছিল নানান সমস্যা। যশ তার প্রতিটি নায়িকাদের খুব সুন্দরভাবে সাজিয় দিন এবং ‘চাঁদনী’ সিনেমাতে সাদা শাড়িতে তিনি ধারণা করে নিয়েছিলেন শ্রীদেবীকে। তবে শ্রীদেবীর আপত্তি ছিল তাতে। শ্রীদেবীর মাও আপত্তি জানিয়ে বলেছিল, তাদের সমাজে সাদা রং উৎসবের প্রতীক নয়! তবে শেষ পর্যন্ত যশ বুঝিয়ে শুনিয়ে তাকে সাদা পোশাক পরিয়ে ছিল। এত বছর পরেও ওই ছবিতে এখনো আইকনিক হয়ে রয়েছে ওই সাদা শাড়ি।