×
বিনোদন

বাথরুমে ঢুকে এই কুকর্ম করতেন জাহ্নবী! মেয়ের কারণে দরজা খোলা রাখতেন মা শ্রীদেবী

Advertisements
Advertisements

বলিউডের (Bollywood) এক কালজয়ী অভিনেত্রী ‘শ্রীদেবী’ (Shreedebi)। যার কথা মনে পড়লে আজও অনুরাগীদের চোখে জল চলে আসে! চার বছর হয়ে গেছে ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন জনপ্রিয় অভিনেত্রী ‘শ্রীদেবী’। বর্তমানে মায়ের পথ অনুসরণ করে চলেছে মেয়ে, ধীরে ধীরে বলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করছে সে। এবার মায়ের স্মৃতির কিছু অংশ সকলের সাথে ভাগ করে নিলেন কন্যা জাহ্নবী (Jahnabi Kapoor)।

Advertisements

একটি ম্যাগাজিনের পাতায় ফুটে উঠেছে, জাহ্নবীর দেখানো তাদের চেন্নাইয়ের বাংলো বাড়ি। সযত্নে শ্রীদেবী সাজিয়েছিল তাদের এই স্বপ্নের তরী! বাড়ির আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শ্রীদেবীর নানান স্মৃতি; যেখানে প্রথমেই চোখ যাবে দেওয়ালের পেইন্টিং করার ওপর। দেওয়ালের পেইন্টিংয়ে এক আলাদা ভালোলাগা খুঁজে পেয়েছিলেন শ্রীদেবী। এর পাশাপাশি স্বামীর বনি কাপুরের (Bonny kapoor) সাথে একাধিক বয়সের নানান ছবিতে ভরে রয়েছে ওই বাড়ির দেওয়াল। তবে মেয়ে জাহ্নবী এতোটুকু পরিবর্তন আনতে দেয়নি মায়ের সাজানো সংসারের, নিজেই গুছিয়ে রেখেছেন এবং আগলে রেখেছেন মায়ের স্বপ্নের বাড়িকে।

সবকিছু ঘুরিয়ে দেখানোর পাশাপাশি মমায়েরপ্রিয় বেডরুমটিও দেখিয়েছে জাহ্নবী। এর পাশাপাশি যেটি সবথেকে নজর কেরেছে তা হল, ছিটকিনি বিহীন বাথরুম! শ্রীদেবী ওই বাথরুমটিতে কোন ছিটকিনি রাখতে দেয়নি কারণ তার সংশয় ছিল, মেয়ে বাথরুমে ঢুকে হয়তো কোন ছেলের সাথে গল্প করবে। মায়ের স্মৃতি বহন করতে জাহ্নবী আজ পর্যন্ত ওই বাথরুমে কোনো ছিটকিনি লাগাতে দেয়নি, আর এটিই হল তার ‘বাথরুম সিক্রেট’।

Advertisements