মেয়ে জাহ্নবীকে আগেই এই বিষয়ে সাবধান করেছিলেন শ্রীদেবী!

শ্রীদেবী কন্যা ‘জাহ্নবী কাপুর’ (Jahnvi kapoor) ইতিমধ্যেই বলিউডে নিজের পাকাপোক্ত জায়গা তৈরি করে নিয়েছে। মায়ের মুখ উজ্জ্বল করেছেন কন্যা। ২০১৮ সালে হঠাৎ করে শ্রীদেবী মারা যান! সেই থেকে বনি কাপুরই দুই মেয়ের অভিভাবকত্বের কাজ পালন করে চলেছেন। মা চলে যাওয়ার পর, এবার হঠাৎ করেই সংবাদমাধ্যমে এসে মাকে নিয়ে বেশ স্মৃতিকাতর হয়ে উঠলেন কন্যা জাহ্নবী।
জাহ্নবী সাক্ষাৎকারে এসে জানিয়েছে যে, তার মা বলতো ইন্ডাস্ট্রিতে থাকতে গেলে কঠোর হতে হবে এবং মানুষ হিসেবে বদলে যেতে হবে। এই ঝরঝরে নরম মনের মেয়েটি থাকলে আর হবে না। এছাড়াও লোকে যখন আমার ৩০০টা কাজের সাথে তোমার প্রথম কাজের তুলনা করবে, তখন পারবে তো সামলাতে?
জাহ্নবী তখন তার মাকে জানিয়েছিল, এই কাজটি যতই কঠিন হোক অভিনয়ে যাওয়াটাই তার স্বপ্ন। তাই অভিনয় না গেলে তার ভালো লাগবে না। বলা বাহুল্য একেবারে মায়ের বিরুদ্ধে অভিনয়ে যোগদান করেছিলেন তিনি। এরপরই তার দিকে প্রশ্ন আসে, আদৌ কি তার সাথে তার মায়ের অভিনয়ের তুলনা করা হয়!
জাহ্নবী সেদিন সাক্ষাৎকারে বলেছিল, হ্যাঁ সত্যি করেই তার মায়ের করা ৩০০ টি ছবির সঙ্গে তার প্রথম করা চারটি ছবি তুলনা করা হয়েছে। তবে তিনি তার মায়ের জন্যই এই ক্যারিয়ার ঠিক করছে। মায়ের মুখ উজ্জ্বল করতেই অভিনয়ে থাকা, একথাও জানিয়েছিলেন স্পষ্টভাবে।