পরনে কেবল শাড়ি আর নথ, লাস্যময়ী রূপে ভাইরাল শ্রীদেবী-কন্যা জাহ্নবী

শীতের মরসুম পড়তেই উৎসবের ছড়াছড়ি। বিয়ে হোক বা উৎসব সবকিছুতেই মেতে উঠছে সাধারণ মানুষ। কি শাড়ি পরলে ভালো লাগবে, তার সাথে কি রকম গয়না যাবে কিংবা কোন ব্লাউজটা মানানসই হবে; এই সবকিছুই চলছে মহিলা মহলের বাছাই পর্বের তালিকায়। বিভিন্ন গয়নার পাশাপাশি অনেকে আবার নাকের গয়নাকে অধিক গুরুত্ব দিতে চায়না। তবে নাকে একটা ছোট্ট গয়না পরলে, সেটি এনে দিতে পারে এক অনন্য লুক।
হালকা সাজের মধ্যে অনেকেই অলংকার হিসেবে বেছে নেয় কানে দুটো ছোট্ট চুল আর নাকের গয়না। কখনো হিরে বসানো ছোট্ট নাকছাবি, কখনো বা গর্জাস সাজের সাথে দেবী প্রতিমার মত নাকের নথ; সবকিছুতেই সুন্দর লাগে মহিলা মহলকে।
এবার সেই পথেই পা বাড়ালেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ‘জাহ্নবী কাপুর’ (Janhani kapoor)। ইনস্টাগ্রামের পাতায় অনুরাগীদের সাথে বেশ কয়েকটি ছবি তিনি ভাগ করে নিয়েছেন। যেখানে তাকে দেখা গেছে, মোহময়ী সাজে। তবে তার সাজ পোশাকে পাশাপাশি অধিক নজর কেড়েছে তার নাকে থাকা নথটি। গোটা গা জুড়ে তার অন্য কোন অলংকার ছিল না, শুধুমাত্র নাকের নথ দিয়েই সম্পূর্ণ সাজটি শেষ করেছেন তিনি। ফুলের মতন ওই নাকের নথটি স্বাভাবিকভাবেই নজর কেড়েছে সকলের।
View this post on Instagram
বিয়ের কনে হোক বা কোনের খুব ঘনিষ্ঠ বিয়ের বাড়িতে আমন্ত্রিত কিংবা কোন পার্টির ইভেন্ট; যে কোন জায়গাতেই নাকের অলংকারের জুরি মেলা ভার! মেকআপ থেকে হালকা সাজ সবকিছু সাথেই যায় এই গয়না। বিয়ের মরসুমে বিয়েবাড়িতে এ যেন এক আলাদা লুক এনে দেয়। ঠিক সেরকম ভাবেই জান্নবী কাপুরকে অপরূপা লাগছিল। তার পরনে ছিল বাদামি রঙের শাড়ি, তবে কোন ব্লাউজ পরে ছিলেন না তিনি। এর সাথে তার চুলটি ছিলো খোলা, চোখে ছিল গাঢ় কাজল। স্বাভাবিকভাবেই অভিনেত্রীকে এই লুকে দেখে সকলেই প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল।