কাঞ্চন এখন অতীত, সৌরভ গাঙ্গুলীর সাথে ডেটে গেলেন শ্রীময়ী!

টলিপাড়ার অন্যতম বিতর্কিত অভিনেত্রী ‘শ্রীময়ী চট্টরাজ’ (Shrimoyee Chottraj)। তার ব্যক্তিগত জীবন নিয়ে সর্বদাই চর্চা হতে থাকে দর্শকমহলে। এতদিন পর্যন্ত কাঞ্চন মল্লিকের (Kanchan Mallik) সাথে অবৈধ সম্পর্ক নিয়ে নানান কটাক্ষের মুখে পড়েছেন অভিনেত্রী। এবার তাকে দেখা গেল ‘প্রিন্স অফ ক্যালকাটা’ সৌরভ গাঙ্গুলীর (sourav Ganguly ) সাথে জুটি বাঁধতে।
শ্রীময়ী চট্টরাজ বেশ কয়েকটি ফটো শেয়ার করেছে, যা দেখে বোঝাই গেছে অভিনেত্রী পাড়ি দিয়েছেন লন্ডনে আর সেখানে তার সাথে একাধিক ছবিতে ধরা পড়েছে, সকলের প্রিয় –‘দাদা’ অর্থাৎ ‘সৌরভ গাঙ্গুলী’। ছবিগুলিতে দেখা গেছে শ্রীময়ীর পরনে ছিল কালো রঙের ওভারকোট এবং সৌরভের পরনে ছিল নীল রঙের ওভারকোট ও মাথায় ক্যাপ। ছবিগুলো ইনস্টাগ্রামে শেয়ারের সাথে সাথে অভিনেত্রী ক্যাপশন দিয়েছেন, “হঠাৎই দাদার সঙ্গে দেখা”! যার ফলে অনেকেই বলেছে এই বিষয়টা ডোনা গাঙ্গুলী জানে কিনা!
সম্প্রতি সৌরভ এবং তার স্ত্রীর ডোনা গাঙ্গুলী (Dona Ganguly) লন্ডনে গিয়ে বাড়ি কিনে বসবাস শুরু করেছে। তাদের মেয়ে সানা লন্ডনে গেছে উচ্চ শিক্ষার জন্য আর সেই কারণেই তাদেরও সেখানে গিয়ে বসবাস শুরু। এরপর থেকে লন্ডনে যখনই কোন সেলেবদের দেখা মিলেছে, তাদের ফটো ফ্রেমে ধরা দিয়েছে সৌরভ গাঙ্গুলি। সৌরভ ও ডোনার বাড়িতে সকলকেই আমন্ত্রণ জানিয়েছে তারা। কিছুদিন আগেই সেই তালিকায় নাম লিখিয়েছিল ‘সোহম’ ও তার স্ত্রী ‘তনয়া’ আর এবার শ্রীময়ীকে দেখা গেল দাদার সাথে। কিন্তু শ্রীময়ীর কথা অনুযায়ী, লন্ডনের রাস্তায় হঠাৎই দেখা হয়েছিল তার সাথে সৌরভের।
তবে অদ্ভুত ভাবে আরো একটি জল্পনা শুরু হয়েছে এই সব দেখার পর থেকেই । প্রত্যেকেই জানাচ্ছে সোহম ও শ্রীময়ী, এরা সকলেই শাসক দলের সাথে যুক্ত এবং এদের সাথে আবার যোগ হচ্ছে সৌরভ গাঙ্গুলী! তাহলে তাদের মধ্যে কি রাজনৈতিক কোন সম্পর্ক রয়েছে।