“দেব হল কেস খাওয়ানোর মাস্টার”, প্রকাশ্য মঞ্চে দেবকে ধুয়ে দিলেন শ্রাবন্তী!

টলিপাড়ার এক জনপ্রিয় তারকা জুটি হলো ‘দেব’ ও ‘শ্রাবন্তী’। একাধিক সিনেমাতে তাদের একসাথে অভিনয় করতে দেখা গেছে। একাধিক হিট সিনেমা তারা দর্শকদের উপহার দিয়েছে। তবে এর মধ্যে হলো অন্যতম “সেদিন দেখা হয়েছিল”। বর্তমানে অবশ্য দুজনেই অভিনয় জগতের সাথে যুক্ত রয়েছেন। এর পাশাপাশি দুজনেই দুজনের সম্পর্কে নানান মন্তব্য করে বসেন মাঝেমধ্যে। সেরকমই ভরা মঞ্চে এবার দেবকে শ্রাবন্তী বললেন, “দেব হল কেস খাওয়ানোর মাস্টার”!
সম্প্রতি মধ্যমগ্রামে এমএলএ কাপের উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন দেব (Dev) ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Shrabanti Chattopadhyay)। এ ছাড়া সেখানে উপস্থিত ছিলেন ক্যানিং-এর বিধায়য় শওকত মোল্লা এবং অভিনেত্রীর ঋত্বিকা সেন। সেখানেই দেব হঠাৎ করে মাইক্রোফোন হাতে নিয়ে শ্রাবন্তীকে গান গাওয়ার জন্য অনুরোধ করে। এরপর তিনি শ্রাবন্তীর গান সম্পর্কে বলেন, “আজ আপনাদের সামনে দুই লাইন গান করবে শ্রাবন্তী। বিশ্বাস করুন আমি যতবার ওর গান শুনেছি, ততবারই পালিয়ে গেছি কিন্তু কথা দিচ্ছি আপনারা পালিয়ে যাবেন না”।
এই মুহূর্তের পরেই শ্রাবন্তী বলে বসে, “দেব হলো কেস খাওয়ানোর মাস্টার! ভীষণ কেস খাওয়ায় আমাকে। আমরা গায়িকা নই নায়িকা”। এ ছাড়া শ্রাবন্তী আরো বলেন যে, “পালিয়ে গেলে গান গাইবো না”। এই মুহূর্তে তাদের এইরকম খুনসুটিপূর্ণ মুহূর্ত বেশ ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ার পাতায়।
তবে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অন্যতম চর্চিত অভিনেত্রী শ্রাবন্তী কারণ তার ব্যক্তিগত জীবন যেন বেশিই ভাইরাল, সিনেমার পর্দার থেকে। তিনবার বিবাহ এবং তিনবারই বিচ্ছেদ, এই নিয়েই নানান কটাক্ষের ঝড় তার দিকে ধেয়ে আসে। যদিও অভিনেত্রী এসবে কিছুই কান দেন না, তবুও এই নিয়ে কথার শেষ নেই। সম্প্রতি এবার শোনা গেছে চতুর্থ বারের জন্য প্রেমে পড়তে চলেছেন তিনি, যদিও তার তৃতীয় সম্পর্কের পুরোপুরি বিচ্ছেদ এখনো ঘটেনি।