রাগের মাথায় বান্ধবীর গালে কষিয়ে চড় মারলেন শ্রাবন্তী!

টলিউডের প্রথম সারির অভিনেত্রী ‘শ্রাবন্তী চট্টোপাধ্যায়’ (Shrabanti )। তার বয়স ৪০-এর কোঠায় পৌঁছালেও, এখনো পর্যন্ত যে কোন যুবতীকে টেক্কা দেবে তার সৌন্দর্য। তবে তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়শই কাঁটা ছেঁড়া হয়ে থাকে দর্শকমহলে। একাধিকবার বিবাহ তারপরেই বিচ্ছেদ, এইসব নিয়েই সব সময় খবরের শিরোনামে থাকেন তিনি। তবে এইসবের মাঝে নিজের অনুরাগীদেরকে আনন্দ ভোলেন না তিনি। প্রায়শই সোশ্যাল মিডিয়ার পাতায় হাজির হন নিত্য নতুন অবতারে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় একেবারেই ভিন্ন ধরনের একটি ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী। যেখানে তাকে দেখা গেছে তার আপন বান্ধবীকে সপাটে চড় মারতে! তবে কেন এরূপ আচরন করলেন তিনি, প্রত্যেকেরই সেটাই প্রশ্ন! ভিডিওটি ভালো করে দেখলেই বোঝা গেছে, সম্পূর্ণ ব্যাপারটি মজার ছলে ঘটেছে। প্রথমে অভিনেত্রীর ওই বান্ধবী তাকে গালে চুম্বন করে আর তারপরেই শ্রাবন্তী রীতিমত রেগে ফোঁস করে ওঠে। এরপর জোরে তার বান্ধবীর গালে একটি থাপ্পড় মেরে বলে; “এরকম মজা আমার সাথে আবার করলমেরে তোমার মুখ ভেঙ্গে দেবো!”
ভিডিওটি শ্রাবন্তীর ওই মৌমিতা নামের বান্ধবীটি তার ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে আপলোড করেছিল এবং সেটি ট্যাগ করেছিল অভিনেত্রীকে। স্বাভাবিকভাবেই এরকম একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে নেটদুনিয়ার পাতায়। দুই বান্ধবীর পরনেই ছিল কালো পোশাক। শ্রাবন্তী পরেছিলেন কালো জ্যাকেট ও ট্রাউজার, অপরদিকে তার বান্ধবী পরেছিল কালো ওভারকোট। এর সাথে দুজনেই বেশ চড়া মেকআপ করেছিলেন মুখে। হাইলাইট চুল ছিল দুজনেরই।
View this post on Instagram
নানান মন্তব্য এসে ভিড় করেছে ভিডিওর কমেন্ট বক্সে। কেউ বলেছে “ওটা কোনো ছেলের সাথে করলে আরো ভালো লাগতো”। কেউ আবার বলেছে, “আমি এরকম মজা করে তোমার হাতেই মুখ ভাঙতে চাই”। অন্য একজন লিখেছে, “তোমার এই রূপ দেখে ভয় লাগছে”।