Srabanti Chatterjee: এই ওষুধেই নিজেকে তরতাজা রাখেন শ্রাবন্তী!

টলিপাড়ার অন্যতম চর্চিত অভিনেত্রী ‘শ্রাবন্তী চট্টোপাধ্যায়’ (Shrabanti Chattopadhyay)। তার ব্যক্তিগত জীবন নিয়ে সর্বদাই কাঁটা ছাড়া হয়ে থাকে দর্শক মহলে। তিনবার বিয়ে করেছেন এই অভিনেত্রী আর তিনবারই বিচ্ছেদ ঘটেছে তার। যদিও এখনো পর্যন্ত তার তৃতীয় বিয়ের জন্য কোর্ট-কাছারির কাজ শেষ হয়নি। এর পাশাপাশি অভিনয় নিয়ে সমান ভাবে ব্যস্ত তিনি।
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত তো ‘কাবেরীর অন্তর্ধান’। এই ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন ‘শ্রাবন্ত’। তার বিপরীতে অভিনয় করেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কিছুদিনের মধ্যেই ‘ডিয়ার ডি’ ও ‘হাঙ্গামা ডট কম’ নামক দুটি ছবিতে দেখা মিলবে তার। বর্তমানে অবশ্যই বাংলার জনপ্রিয়তা রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্সে বিচারকের আসনে রয়েছেন তিনি।
অভিনেত্রী নিজের মনের সব কথাই তার পোষ্টের মাধ্যমে তুলে ধরেন। সম্প্রতি এক পোস্টে সমুদ্রের তীরে তাকে দেখা গেছে, যেখানে তার পিছনে ছিল সমুদ্রের জলরাশি। তার পরনে ছিল একটি গোলাপী রঙের টি শার্ট এবং নীল রঙের ডেনিম। মুখে কোন মেকআপ না থাকলেও, ঠোঁটে ছিল গোলাপি রঙের লিপস্টিক। মুখের উপরে এসে পরছিলো হাওয়ায় ভাসা তার চুল। এই ছবিটি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশন জুড়েছিলেন, “নিজের হৃদয়কে বাঁচিয়ে রাখার জন্য নিজেকে ভালোবাসার প্রয়োজন”। এর সাথে একটি ছোট্ট লাভ ইমোজি।
View this post on Instagram
MUTV | Subscribe to Unternehmen in Oberalm Man Utd TV or Stream Online
তিনি যে এই ছবির মাধ্যমে নিজের মনের ভাব প্রকাশ করেছেন, তা হয়তো কোনভাবে বুঝতে পেরেছে অনুরাগী মহল। তাই তার এই ছবিতে কোন রকম কুমন্তব্য নয়! শুধুই প্রশংসার ঝড় বয়েছে।