বসন্তের রঙ মেখে নিজের লাইফের হিরোর বুকে মাথা রাখলেন শ্রাবন্তী

টলিপাড়ার অন্যতম চর্চিত অভিনেত্রী ‘শ্রাবন্তী চট্টোপাধ্যায়’ (Shrabanti Chattopadhyay)। তার অভিনয় দক্ষতা নিয়ে কারুর বিশেষ সন্দেহ নেই। তবে তার ব্যক্তিগত জীবন নিয়ে সর্বদাই কাটা ছেঁড়া হয়ে থাকে। যদিও এই সবে বিশেষ কিছু পাত্তা দেন না অভিনেত্রী। নিজের মতন করেই জীবন যাপন করেন ।
বর্তমানে শুটিংয়ের কাজে বেশ ব্যস্ত রয়েছেন তিনি। কিছুদিন আগে ‘কাবেরীর অন্তর্ধান’ নামক ছবিতে দেখা গিয়েছিল তাকে। পরবর্তীকালে বাংলা ইন্ডাস্ট্রির সবথেকে বিগ বাজেটের ছবি দেবী চৌধুরানীতে দেখা যাবে অভিনেত্রীকে। এর পাশাপাশি বর্তমানে ডান্স বাংলা ডান্সের বিচারকের আসনে রয়েছেন তিনি।
তবে সোশ্যাল মিডিয়ার পাতাতে বরাবরই বেশ সক্রিয় তিনি। ইতিমধ্যেই বসন্তের শুরুতে রঙিন হয়ে উঠেছেন অভিনেত্রী। দোল পূর্ণিমাতেই ছিল তার বাবার জন্মদিন। সেই উপলক্ষে আবির মেখে বাবার বুকে মাথা দিয়ে ছবি তুলেছিলেন তিনি। তার পরনে ছিল একটি দুধ সাদা রঙের টিশার্ট, চোখের সানগ্লাস এবং চুল ছিল খোলা। তার বাবা পরেছিলেন একটি ছাই রং-এর টিশার্ট সাথে সানগ্লাস।
View this post on Instagram
The coffee csuhaj ildikó életrajz announced it will be selling a “brewed refill tumbler” the owner free coffee or tea refills through the month of January.
ক্যাপশন লিখেছিলেন, “শুভ জন্মদিন আমার হিরো বাবা, তোমায় আমি খুব ভালোবাসি”।
স্বাভাবিকভাবেই তার এই পোস্টটি ব্যাপকভাবে জনপ্রিয়তা কুড়িয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। বহু মানুষ তার বাবাকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছে। এছাড়া বহু মানুষ তাদের ভালোবাসাও জানিয়েছে।