নতুন বছরে ফের নতুন সিদ্ধান্ত নেওয়ার পথে শ্রাবন্তী!

টলি পাড়ায় প্রথম সারির অভিনেত্রী ‘শ্রাবন্তী চট্টোপাধ্যায়’ (Shrabanti Chattopadhyay)। বিগত কয়েক বছর ধরে নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শক মনে এক আলাদাই জায়গা করে নিয়েছেন। তিনি যদিও তার কেরিয়ার ছাড়াও, ব্যক্তিগত জীবন নিয়ে সর্বদা চর্চা হয়ে থাকে দর্শকমহলে। তিনবার বিবাহ-বিচ্ছেদের জন্য তার চরিত্র নিয়েও সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের ঝড় বয়। তবে এবার তার জীবনে এক নতুন ইনিংস, নতুন সম্পর্কের আঁচ পেলো টলিপাড়া।
যদিও বর্তমানে নিজের কাজ নিয়ে বেশ ব্যস্ত অভিনেত্রী। বছর শেষে অন্য রাজ্য থেকে সম্মানও পেয়েছেন। এর পাশাপাশি নতুন সিনেমাতে সুযোগ পেতে চলেছেন। যা তার জীবনের চরম সাফল্য এনে দেবে। বর্তমানে অবশ্য নিজের ছবি নিয়ে বেশ কিছুটা ব্যস্ত তিনি।
২০ শে জানুয়ারি মুক্তি পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘কাবেরীর অন্তর্ধান’। এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং তার বিপরীতে কাজ করেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই এই ছবি বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। এই ছবিতে শ্রাবন্তীর ভিন্ন স্বাদের অভিনয় দর্শকদের ব্যাপক নজর কেড়েছে। বাণিজ্যিক ছবি ছাড়া নিজেকে অন্য চরিত্রে মেলে ধরে বেশ প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী। এবার নতুন সিনেমা ‘অভিযাত্রিক’-এর পালা।
View this post on Instagram
সম্প্রতি ফিল্ম ফেস্টিভ্যালে পরিচালক শুভজিৎ মিত্রের সাথে শ্রাবন্তীর মাখোমাখোর সম্পর্ক, বেশ নজর কেড়েছিল সকলের। এই নিয়ে সোশ্যাল মিডিয়াতেও উঠেছিল নানান প্রশ্ন। শ্রাবন্তীকে আমন্ত্রণ করার জন্য ওই পরিচালককে ধন্যবাদ জানিয়েছিলেন শ্রাবন্তী। তার প্রত্যুত্তরে পরিচালক তাকে ‘প্রিন্সেস’ বলে সম্বর্ধনা দিয়েছিল। তাই সকলেই ভেবে নিয়েছে হয়ত শুভজিৎ মিত্রের আগামী ছবি ‘অভিযাত্রীক’-এ দেখা যেতে পারে শ্রাবন্তীকে।