×
বিনোদন

অভিনয় ছেড়ে এঁঠো বাসন মাজছেন শ্রাবন্তী! হঠাৎ এমন দুর্দশা কেন হল অভিনেত্রীর?

Advertisements
Advertisements

টলিপাড়ার অন্যতম চর্চিত অভিনেত্রী ‘শ্রাবন্তী চট্টোপাধ্যায়’ (Shrabanti Chattopadhyay), যার ব্যক্তিগত জীবন নিয়ে হামেশাই কাটাছেঁড়া হয়ে থাকে সোশ্যাল মিডিয়ার পাতায়। তবে অনুরাগীদের বরাবরেরই স্বভাব তারকাদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করা, তাই তাদের টিভির পর্দায় দেখা ছাড়াও; ব্যক্তিগত জীবন তাদের কেমন চলছে সেই ব্যাপারে সর্বদাই উৎসুক হয়ে থাকে দর্শক মহল।

Advertisements

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতা জুড়ে একটি ভিডিও বেশ শোরগোলে ফেলেছে। যেই ভিডিওতে দেখা গেছে, কলতলায় বসে রীতিমত বাসন নিয়ে মাজতে বসেছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়! এর ফলে রীতিমত মতো হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়! কেন অভিনেত্রী এই কাজ করছেন অভিনয় ছেড়ে, সে সম্পর্কে সকলেই জানতে উৎসুক হয়ে উঠেছে।

তবে একটু ভালো করে লক্ষ্য রাখলেই দেখা গেছে, এটি আসলে সত্যি ঘটনা নয়! জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো, দিদি নাম্বার ওয়ানের (Didu No 1) মঞ্চে প্রতিযোগী হিসেবে উপস্থিত হয়েছিলেন শ্রাবন্তী আর সেখানেই তাকে এরকম একটি কাজ করতে হয়েছিল। কিছু দিন আগেই দিদি নাম্বার ওয়ানে শুরু হয়েছিল, ‘দিদি নাকি দাদা’ স্পেশাল এপিসোড আর সেখানে শ্রাবন্তী, শুভশ্রী, মিমি এবং অপরদিকে উপস্থিত হয়েছিলেন গায়ক বাবুল সুপ্রিয়, রাজ চক্রবর্তী, গায়ক অভিজিৎ ভট্টাচার্য।

যথারীতি এই শোয়ের সঞ্চালনার কাজে ছিলেন সেই ‘রচনা ব্যানার্জি’ (Rachana Banerjee) আর বাবুল সুপ্রিয়র বিপরীতে খেলেছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সেখানেই তাকে বাসন মাজার কাজ দেওয়া হয়েছিল। এমনকি বাবুল সুপ্রিয় পর্যন্ত বাসন মেজেছিলেন। স্বাভাবিকভাবেই এমন একটি ভিডিও রীতিমতো ভাইরাল (viral) হয়ে উঠেছেন নেটদুনিয়ার পাতায়।

Advertisements