×
বিনোদন

বিয়ের কনের বেশে টেলি অভিনেতার সাথে ঘনিষ্ট হলেন শ্রাবন্তী!

Advertisements
Advertisements

টলিপাড়ার অন্যতম চর্চিত অভিনেত্রী ‘শ্রাবন্তী চট্টোপাধ্যায়’ (Shrabanti Chattopadhyay)। তার অভিনয় জীবন ছাড়াও ব্যক্তিগত জীবন নিয়ে সর্বদাই কাটাছেঁড়া হয়ে থাকে দর্শকম মহলে। তিন বার বিয়ে করেছেন অভিনেত্রী আর দুর্ভাগ্যবশত তার তিনটি বিয়েতেই বিচ্ছেদ ঘটেছে। সবসময় অভিনেত্রীর দিকে প্রশ্ন ছোঁড়া হয়, চতুর্থবার তাহলে কার সাথে গাঁটছড়া বাধতে চলেছেন তিনি? সম্প্রতি তার এমনই কিছু ছবি সেই প্রশ্ন নিয়ে জলঘোলা করল! তাহলে কি এবার সত্যি করেই চতুর্থবারের জন্য বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেত্রী?

Advertisements

সম্প্রতি বিয়ের মরসুমে আবারো বিয়ের কনের সাজে ধরা দিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাকে দেখা গেছে একেবারে লাল টুকটুকে বেনারসিতে, গা ভর্তি গয়না এবং মাথায় মুকুট পরে সুসজ্জিত বিছানার ওপরে বসে থাকতে। তার পাশেই অবশ্য রয়েছেন তার পুরুষ সঙ্গী, সুঠাম চেহারার সেই পুরুষ তাকিয়ে রয়েছে শ্রাবন্তীর দিকে। অপরদিকে শ্রাবন্তীও তাকিয়ে রয়েছেন তার সঙ্গীর দিকে। তবে এটি গোটাটাই যে ফটোশুট তা খুব সহজেই স্পষ্ট হয়েছে! শ্রাবন্তীর সাথে দেখা গেছে টলিউডের অভিনেতার তথা মডেল রবি শাহকে।

তবে তার ছবিগুলি ঘিরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানান কটাক্ষ। অনেকেই তার দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছে, তাহলে কি এটা চতুর্থ বিয়ে? কেউ আবার বলেছে, “ মানসিক অবসাদে ভুগছেন! বিয়ের ফটো তোলা ছাড়া আর কোন কাজ নেই”। এতগুলি বিবাহের কারণেই এরূপ মন্তব্যের সম্মুখীন বারংবার হতে হয় অভিনেত্রীকে।

 

View this post on Instagram

 

Shared post on

তবে এই সবে বিশেষ কিছু পাত্তা দেন না শ্রাবন্তী। নিজের মতন করেই জীবনযাপন করেন তিনি। চলতি বছরেই মুক্তি পেতে চলেছে শ্রাবন্তী ও ‘প্রসেনজিৎ চট্টোপাধ্যায়’ অভিনীত এবং ‘কৌশিক গঙ্গোপাধ্যায়’ পরিচালিত ‘কাবেরীর অন্তর্ধান’; যেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে।

Advertisements