×
বিনোদন

একি ঘটিয়ে বসলেন শ্রাবন্তী-পুত্র! ছেলের জন্য মাঝরাতে থানায় ছুটলেন অভিনেত্রী

Advertisements
Advertisements

টলিপাড়ায় অন্যতম চর্চিত অভিনেত্রী ‘শ্রাবন্তী চট্টোপাধ্যায়’ (Shrabanti Chattopadhyay)। ক্যারিয়ার ছাড়াও তার ব্যক্তিগত জীবন নিয়ে সর্বদাই চর্চা হয়ে থাকে দর্শক মহলে। তবে এবার নিজের জন্য নয়, ছেলে অভিমন্যুর জন্য সংবাদ শিরোনামে উঠে এলেন তিনি। ছেলের ভয়ংকর কর্মকাণ্ডের জন্য রীতিমতো মাঝরাতে থানায় ছুটতে হলো অভিনেত্রীকে।

Advertisements

 

View this post on Instagram

 

Shared post on

2019 Women’s World Cup schedule, bracket, Carole Chazoule on TV

এমন ঘটনা শুনে সকলেই রীতিমতো চমকিত হয়ে উঠছে। একেই তারকাদের অন্দরমহলে ঢোকার জন্য ব্যস্ত হয়ে থাকে অনুরাগী মহল। অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি তাদের ছেলেমেয়েরাও বারংবার ভাইরাল হয়ে ওঠে আর সেই তালিকা থেকে বাদ যায়নি শ্রাবন্তী-পুত্র ‘অভিমুন্য’। বারংবার হাইফাই লাইফ স্টাইলের জন্য সংবাদ শিরোনামে এসেছে সে আর এবার ছেলের জন্য থানায় ছুটতে হলো তার মাকে। যা রীতিমতো লজ্জাজনক পরিস্থিতির সৃষ্টি করেছেন।

 

View this post on Instagram

 

Shared post on

2019 Women’s World Cup schedule, bracket, Carole Chazoule on TV

এক ব্যক্তির সাথে বচসায় জড়িয়ে পড়েছিলেন শ্রাবন্তী-পুত্র অভিমুন্য। বাইপাসের ধারে বিলাসবহুল ফ্ল্যাট থাকে শ্রাবন্তী আর সেখানে এক ব্যক্তির সাথে ঝামেলা লাগে তার ছেলেল। ওই ব্যক্তি চড়াও হয় তার ওপরে। সেই কথা জানতে পেরে, জিমের ট্রেনারকে নিয়ে ওই ব্যক্তির কাছে যান অভিনেত্রী। এরপর আনন্দপুর থানায় যেতে হয় তাকে।

 

View this post on Instagram

 

Shared post on

2019 Women’s World Cup schedule, bracket, Carole Chazoule on TV

তবে শেষ পর্যন্ত কোনো পক্ষই এফআইআর করেনি। দুই তরফের আলোচনার মাধ্যমে তাদের সমস্যা মিটে যায়। ওই দিন বিশেষভাবে নজর কেড়েছিল শ্রাবন্তীর সাথে তার জিম ট্রেনার। তাদের সম্পর্ক নিয়ে আগেই গুঞ্জন রটেছিল সব জায়গায় আর এর মধ্যে ছেলের জন্য তারা একসাথে থানায় গেলেন। এই ঘটনা অবাক করে তুলেছে সকলকে।

 

View this post on Instagram

 

Shared post on

2019 Women’s World Cup schedule, bracket, Carole Chazoule on TV

Advertisements