×
বিনোদন

Srabanti Chatterjee: ভক্তদের সুখবর দিলেন শ্রাবন্তী!

Advertisements
Advertisements

টলি পাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ‘শ্রাবন্তী চট্টোপাধ্যায়’ (Shrabanti chottopadhyay)। কিছুদিন আগে ‘কাবেরীর অন্তর্ধান’ ছবিতে তাকে দেখা গিয়েছিল। এই ছবির মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা কুড়িয়েছিলেন তিনি। তার পার্শ্বর চরিত্রে অভিনয় করেছিলেন টলিউডের গডফাদার ‘প্রসেনজিৎ চট্টোপাধ্যায়’ (Prasenjit Chattopadhyay)। ২৫ বছর পরে আবারো এক ফ্রেমে তাদের দেখতে পেয়ে দর্শকদের ভালোবাসা উপচে পড়েছিল।

Advertisements

শোনা যাচ্ছে টলিউডের আবারো একটি বিগ বাজেটের ছবিতে জুটি বাঁধতে চলেছেন এই তারকারা। শুভজিৎ মিত্রের পরিচালনায় আসতে চলেছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী সাহিত্য ‘দেবী চৌধুরানী’ আর এই দেবী চৌধুরানীতে চৌধুরানীর ভূমিকায় অভিনয় করবেন শ্রাবন্তী। পরিচালক ভবানী পাঠকের ভূমিকায় প্রসেনজিতকে অভিনয় করার জন্য জানিয়েছেন। যদিও এই ব্যাপারে বিস্তারিত বলতে নারাজ পরিচালক।

প্রসেনজিৎ অবশ্য এই ছবি নিয়ে বেশ উৎসাহী। তিনি জানিয়েছেন, তার চিত্রনাট্যটি বেশ ভালো লেগেছে। যদিও এখনও চুক্তি স্বাক্ষর করেননি তিনি। আপাতত দেশের বাইরে রয়েছেন, দেশে ফিরে এই বিষয়ে কথা বলবেন।

 

View this post on Instagram

 

Shared post on

MUTV | Subscribe to Unternehmen in Oberalm Man Utd TV or Stream Online

টলিউডের সব থেকে বড় বাজেটের ছবি হতে চলেছে এই দেবী চৌধুরানী। এই ছবির কাস্ট, অ্যাকশন সব নিয়েই থাকছে বেশ বড় চমক। এমনকি অ্যাকশনের জন্য বাজিরাও মাস্তানির অ্যাকশন ডিরেক্টর শ্যাম কৌশলের সঙ্গেও কথাবার্তা চলছে। প্রায় ছয়টি ভাষায় মুক্তি পাবে এই ছবি ।

Advertisements