×
বিনোদন

Srabanti Chatterjee: ‘বেশরম’ হয়েও নিজের দাম বোঝালেন শ্রাবন্তী!

Advertisements
Advertisements

টলিপাড়ার অন্যতম বিতর্কিত অভিনেত্রী ‘শ্রাবন্তী চট্টোপাধ্যায়’ (Shrabanti Chattopadhyay), যার ব্যক্তিগত জীবন নিয়ে সর্বদাই কাঁটাছেড়া হয়ে থাকে দর্শকমহলে। এসবে অবশ্য বিশেষ কিছু পাত্তা দেননা অভিনেত্রী। নিজের মতন করে জীবন যাপন করতে পছন্দ করেন। শুটিং বা রোজগার রুটিনের বাইরে গিয়েও, মাঝে মাঝেই বেরিয়ে পড়েন বিদেশের পথে। এখন আবার শরীর চর্চায় বেশ মন দিয়েছেন তিনি।

Advertisements

এখন তারা হাতে বেশ কয়েকটি কাজ রয়েছে। কিছুদিন আগেই ‘কাবেরীর অন্তর্ধান’ নামক ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল তাকে। এর পাশাপাশি চলতি বছরে ‘হাঙ্গামা ডট কম’ এবং ‘ ডিয়ার ডি’ নামক দুটি সিনেমা করতে দেখা যাবে অভিনেত্রীকে। তবে সোশ্যাল মিডিয়ার পাতাতেও বেশ অ্যাক্টিভ অভিনেত্রী। নিত্য নতুন সাজঃ বারংবার অনুরাগের মহলে নিজেকে তুলে ধরেন।

সম্প্রতি তাকে দেখা গেছে সোশ্যাল মিডিয়ার পাতায় একেবারে ভিন্ন লুকে। যেখানে তার পরনে ছিল একটি ডার্ক পার্পেল রঙের লেহেঙ্গা সঙ্গে বোল্ড মেকআপ, ডায়মন্ডের জুয়েলারি ও এক ঢাল চুল ছিল খোলা। এই ভিডিওতে কখনো দেখা গেছে তাকে হেঁটে আসতে, কখনো বা নিজের মতন করে পোজ দিতে। এর সাথে ব্যাকগ্রাউন্ডে বাজছিলো ‘পাঠান’ সিনেমার ‘বেশরম রং’ গানটি।

 

View this post on Instagram

 

Shared post on

MUTV | Subscribe to Unternehmen in Oberalm Man Utd TV or Stream Online

সম্প্রতি ডান্স বাংলা ডান্সের বিচারকের আসনে রয়েছেন তিনি আর সেখান থেকেই এই দৃশ্য তুলে ধরেছেন। এই ভিডিওর কমেন্ট বক্সে অনুরাগীদের নানান মন্তব্য এসে হাজির হয়েছে। কেউ লিখেছে, “কি অপরূপ লাগছে তোমায়”, কেউ বা লিখেছে, “মুগ্ধ হয়ে গেলাম”। অভিনেত্রী অবশ্য ক্যাপশন দিয়েছেন, লোকজন চেয়ে চেয়ে দেখবে, তাদের কাছে নিজেকে দামি করে তুলুন।

Advertisements