সৌন্দর্য্যে শ্রাবন্তীকেও টেক্কা দেবে তার প্রাক্তন স্বামী কৃষ্ণের স্ত্রী, জেনে নিন তার আসল পরিচয়

টলিপাড়ার অন্যতম বিতর্কিত অভিনেত্রী ‘শ্রাবন্তী চট্টোপাধ্যায়’ (Shrabanti Chattopadhyay)। তিনবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও তিনবারই তার বিচ্ছেদ ঘটে। তার পাশাপাশি শিরোনামে থাকে তার প্রাক্তন স্বামীরাও! তবে অভিনেত্রী সুন্দরী হলেও, তার প্রাক্তন স্বামীরাও রূপে-গণের কোন অংশেই পিছিয়ে নেই। কিছুদিন আগেই শ্রাবন্তীর দ্বিতীয় স্বামী ‘কৃষ্ণ ব্রজ’ (Krishna vraj) খবরের হেডলাইন দখল করেছিল। শ্রাবন্তী তার প্রথম স্বামী পরিচালক রাজিব বিশ্বাসের সাথে বিচ্ছেদের পরেই কৃষ্ণকে বিয়ে করেছিল।
কৃষ্ণ পেশায় একজন মডেল। মুম্বাই একটি বিজ্ঞাপনের শ্যুটে তাদের দুজনের আলাপ হয়েছিল। এরপর থেকেই প্রেম এবং তারপরে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। যদিও তাদের বিয়ে বেশিদিন টেকেনি! এবার দ্বিতীয়বারের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন কৃষ্ণ। এটি অবশ্য তার অ্যারেঞ্জ ম্যারেজ। জানা যায় তার হবু স্ত্রীর নাম ‘আর্শিয়া সিনহা’ (Arshiya Sinha), কৃষ্ণের পরিবার থেকেই আর্শিয়াকে পছন্দ করে।
এরপর দুই পরিবারের সম্মতিতে দক্ষিণ কলকাতার একটি ব্যাঙ্কোয়েটে শনিবার তাদের বাগদান পর্ব সারা হয়। ওইদিন অনুষ্ঠানে আংটি বদল থেকে শুরু করে কেক কাটিং সবকিছুই হয়েছিল। বালিগঞ্জে বাসিন্দা আর্শিয়া দেখতেও বেশ সুন্দরী; যে কোন অভিনেত্রীকেই টেক্কা দেবে তার সৌন্দর্য!
চলতি বছরের ডিসেম্বরতারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। দুই পরিবারের সকলেই বেজায় খুশি। কৃষ্ণ নিজেও বিয়ে নিয়ে বেশ আশাবাদী রয়েছে। বাগদানের সন্ধ্যায় আর্শিয়ার পরনে ছিল একটি ফ্লোরাল এমব্রয়ডারি কাজ করা লেহেঙ্গা চোলি, ওপর দিকে কৃষ্ণ পরেছিল নীল শেরওয়ানি ও সাদা চোস্ত। বাগদান পর্বে কৃষ্ণ আর্শিয়াকে তার জীবনের ‘সেরা মানুষ’ বলে আখ্যা দিয়েছিল। বর্তমানে অবশ্য কৃষ্ণ বেশ ব্যস্ত রয়েছে, ‘ল্যাকমি ফ্যাশন উইক’ নিয়ে।
View this post on Instagram