×
বিনোদন

সকালে ঘুম থেকে উঠেই এই কাজটি করেন শ্রাবন্তী

Advertisements
Advertisements

টলিপাড়ার অন্যতম সুন্দরী এবং দক্ষ অভিনেত্রী ‘শ্রাবন্তী চট্টোপাধ্যায়’ (Shrabanti Chattopadhyay)।প্রায় এক দশক ধরে অভিনয় জগতের সাথে যুক্ত হয়েছেন তিনি। টলিউডের বড় বড় নায়কদের সাথে জুটি বেঁধেছেন। তার ব্যক্তিগত জীবন নিয়ে সর্বদাই চর্চা হয়ে থাকে দর্শকমহলে। নানান সময় নানান কারণের জন্য, সংবাদের শিরোনামে উঠে আসে অভিনেত্রীর নাম।

Advertisements

তবে এসবে বিশেষভাবে পাত্তা দেন না অভিনেত্রী। নিজের মতন করেই জীবন যাপন করতে পছন্দ করেন।অনুরাগী মহলে নিজের জীবনের নানান কাহিনী সম্পর্কে বেশ অকপট তিনি। তাইতো নিজের যাবতীয় জীবন কাহিনী তুলে ধরেন সোশ্যাল মিডিয়ার পাতায়।

কিছুদিন আগেই একটি সাক্ষাৎকারের মাধ্যমে নিজের প্রতিদিনের রুটিন তুলে ধরেছেন অভিনেত্রী। যেখানে তিনি বলেন, ঘুম থেকে উঠেই তার কাজ হল প্রচুর পরিমাণে জল খাওয়া। এরপরেই প্রচন্ড হাসতে শুরু করেন তিনি আর বলেন উঠতে না ইচ্ছে করলেও, কাজে যেতে তাকে উঠতেই হয়। আর সকালবেলায় তার আবার যত বেশি করে ঘুম আসে! তিনি জানান চা ও কফি দুটোই তার প্রচন্ড প্রিয়। একদিকে যেমন আদা দেওয়া পছন্দ করেন, অন্যদিকে কড়া করে বানানো ব্ল্যাক কফিও তার বেশ পছন্দের।

বর্তমানে অবশ্য কাজ নিয়ে বেশ ব্যস্ত রয়েছেন তিনি। কিছুদিন আগেই তাকে দেখা গিয়েছিল কাবেরীর অন্তর্ধান নামক ছবিতে মুখ্য চরিত্রে। ভবিষ্যতে দেবী চৌধুরানীর মতো সিনেমাতেও প্রধান চরিত্রে দেখা মিলবে তার।

Advertisements