বন্ধ ঘরে লাঠি ব্যবহার করে ঘাম ঝরালন শ্রাবন্তী! অভিনেত্রীর কাণ্ডকারখানা দেখে হতবাক নেটপাড়া

টলি পাড়ার অন্যতম গ্ল্যামারাস অভিনেত্রী ‘শ্রাবন্তী চট্টোপাধ্যায়’ (Shrabanti Chattopadhyay)। তার বয়স যত বাড়ছে গ্ল্যামার যেন ঠিক পাল্লা দিয়ে বেরেই চলেছে। তাকে নিয়ে বেশিরভাগ সময় চর্চা হয়ে থাকে দর্শক মহলে। যদিও ব্যক্তিগত জীবন নিয়েই বেশিরভাগ সময়ে চর্চার কেন্দ্রবিন্দুতে আসেন তিনি। বর্তমানে অবশ্য ছবির কাজে বেশ ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। সম্প্রতি মুক্তি পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘কাবেরীর অন্তর্ধান’, যেখানে মুখ্য চরিত্রে রয়েছেন শ্রাবন্তী।


View this post on Instagram
সম্প্রতি শ্রাবন্তীর ট্রেনার অরিজিৎ ইনস্টাগ্রামে একটি ভিডিও দিয়েছে, যা রীতিমতো ভাইরাল করে তুলেছে অভিনেত্রীকে। সেখানে তাকে দেখা গেছে একটি স্কিন টাইট প্যান্ট ও গেঞ্জি পড়ে রীতিমতো শরীরচর্চায় ব্যস্ত থাকতে। কখনো তাকে দেখা গেছে হাত-পা ছুঁড়ে শরীর এলিয়ে দিতে, আবার কখনো বা হাতের উপর ভর দিয়ে গোটা শরীরকে ধরে রাখতে। তবে যেটি সবথেকে বেশি নজর কেড়েছে সেটি হল, একটি লাঠিকে নিয়ে এদিক-ওদিক ঘুরিয়ে যাচ্ছেন তিনি। আসলে এটিও এক প্রকারের ব্যায়াম। তবে তার মুখে কোন রকম বিরক্তি বা অস্বস্তি নেই। রীতিমতো ভালোবেসেই এইসব শরীর চর্চার কাজ তিনি করছেন।