Srabanti Chatterjee : সিঁথিতে সিঁদুর দিয়ে লাল টুকটুকে বেনারসিতে কনেবউ সাজলেন শ্রাবন্তী!

টলিপাড়ার প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে ‘শ্রাবন্তী চট্টোপাধ্যায়’ (Shrabanti Chattopadhyay) হলেন অন্যতম। তার নাম উঠতেই বিবাহ-বিতর্ক অজান্তেই ছড়িয়ে পড়ে সর্বত্র। একাধিকবার বিয়ে একাধিকবার বিচ্ছেদ, এইভাবেই শ্রাবন্তী আরও বেশি করে সংবাদ শিরোনামে উঠে আসে। তবে এইসব এইসবে খুব একটা পাত্তা দেয় না সে। তাকে নিয়ে রোজ রোজ নতুন সম্পর্কের সমীকরণ তৈরি হয়। ঠিক যেমনটা হল এবারও।
আবারো নতুন করে বিয়ের বিতর্কে জড়ালেন অভিনেত্রী। তবে এখানে অবশ্য কোন পুরুষের নাম উঠে আসেনি। শুধু অভিনেত্রীর একার নামই এসেছে কারন বিয়ে না করেও নিজেকে তিনি সাজিয়ে তুলেছেন একেবারে নববধূর বেশে! স্বাভাবিকভাবেই তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
তাকে দেখা গেছে, একটি লাল টুকটুকে বেনারসি ও গোল্ডেন রঙের ব্লাউজ পরে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে। তার কাঁধ বেয়ে নেমে এসেছে এক ঢাল চুল। কপালে ছিল ছোট্ট সিঁদুরের টিপ। এর সাথে লাল কিছু গয়না পরেছিলেন তিনি। বিয়ে-বিচ্ছেদ এইসবের মাঝেও তার এই রূপ যেন অপরূপ হয়ে ধরা দিয়েছিল সকলের কাছে!
View this post on Instagram
Charters: charters@stgshuttle.com (For private groups and sports events). Phone: (435) 865-7076. Fax: (435)628-9779. embed youtube generator.
এ বিষয়ে বলা ভালো, অভিনয় জীবনে কিন্তু ভীষণ সাফল্য পেয়েছেন অভিনেত্রী। ‘মায়ার বাঁধন’ সিনেমা থেকে অভিনয় জীবন শুরু করে, একাধিক সিনেমার মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। বর্তমানে তাকে দেখা যাচ্ছে ডান্স বাংলা ডান্সের বিচারকের আসনে।