Srabanti Chatterjee : কালো শাড়ি পরে ব্ল্যাক ম্যাজিক দেখালেন শ্রাবন্তী! ভাইরাল ছবি

টলিপাড়ার হার্টথ্রব বলা যেতে পারে ‘শ্রাবন্তী চট্টোপাধ্যায়’ (Shrabanti Chattopadhyay)কে। তবে অভিনয়ে সে যতই সাফল্য অর্জন করুক না কেন, ব্যক্তিগত কারণের জন্য হামেশাই সংবাদ শিরোনামে উঠে আসে তার নাম। তিনবার বিয়ে করেছেন অভিনেত্রী আর তিনটি বিয়ের বিচ্ছেদ ঘটে। যদিও নিজের মতন করেই জীবন যাপন করতে পছন্দ করে সে। আবার নানান সময়ে খোলামেলা পোশাক পরার জন্য, তাকে নিয়ে নানান কটাক্ষের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়।
এক সন্তানের মা হওয়া সত্ত্বেও তার রূপ-যৌবন কিছুই যেন কম নেই! বয়স যত বাড়ছে তার সৌন্দর্য পাল্লা দিয়ে বেড়ে চলেছে। সম্প্রতি তার একটি বিশেষ লুকের জন্য নেট দুনিয়ায় উঠলো প্রশংসার ঝড়। যেখানে অভিনেত্রীকে দেখা গেছে একটি গর্জিয়াস শাড়ি এবং সাদা ব্লাউজ পরে।
তবে সাদা হলেও ব্লাউজটির উপরে ছিল অসংখ্য সুতোর কাজ। তার সাথে কালো রঙের শাড়িটিতেও ছিল একটি বেশ গর্জিয়াস ভাব। এর সাথে অভিনেত্রী একেবারে ডিপ মেকআপে সেজে উঠেছিলেন আর ব্লাউজের ফাঁকে তার ক্লিভেজ ছিল উন্মুক্ত। ঠোঁটে পরেছিলেন একেবারে ডিপ লিপস্টিক, কানে ছিল বড় বড় ঝুমকো।
View this post on Instagram
Get answers to your biggest Unternehmen in Oberalm questions on Indeed. Disagreeing with the Garnishment. Average Hourly Rate for Burlington Coat Factory Employees Burlington.
স্বাভাবিকভাবেই অভিনেত্রীকে এই নজরে দেখতে পেয়ে, সকলেই রীতিমতো ফিদা হয়ে গেছে! হাজারো মন্তব্যের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়াময়। যদিও এটি অভিনেত্রীর পুরনো ছবিষ কিনা সে ব্যাপারে কোন সঠিক তথ্য নেই! কারণ শ্রাবন্তী তার অতি সুন্দর বড় চুলটি কেটে ফেলেছেন, যা ছবিতে দেখা যাচ্ছে।