Srabanti Chatterjee: নিজেকে পুরোপুরি বদলে ফেললেন শ্রাবন্তী!

টলি পাড়ার এক অন্যতম চর্চিত অভিনেত্রী ‘শ্রাবন্তী চট্টোপাধ্যায়’ (Shrabanti Chattopadhyay)। ক্যারিয়ারে তিনি সাফল্য অর্জন করলেও, তার ব্যক্তিগত জীবন নিয়ে সর্বদা চর্চা হয়ে থাকে দর্শক মহলে। তবে অভিনেত্রী যেন এক ভিন্ন ছকে বাঁধা! নায়িকা মানেই যে লম্বা চুল রাখতে হবে, সেই ভাবনা একেবারে মুছে ফেলেছেন তিনি। কি করে ছোট চুলেও সকলের নজর করা যায় সেটি প্রমাণ করেছেন তিনি।
বর্তমানে অবশ্য শুটিং নিয়ে বেশ ব্যস্ত রয়েছেন তিনি। ‘হাঙ্গামা ডট কম’ নামে একটি ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন অভিনেত্রী। অপরদিকে ক্রুশল আহুজার সাথে ‘ডিয়ার ডি’ সিনেমাতেও তাকে দেখা যাবে। এছাড়াও কিছুদিন আগেই ‘কাবেরীর অন্তর্ধান’ সিনেমার মাধ্যমে অধিক জনপ্রিয়তা কুড়িয়েছেন অভিনেত্রী।
সম্প্রতি তাকে সোশ্যাল মিডিয়ায় দেখা গেল একেবারে ভিন্ন লুকে। নিজেকে সম্পূর্ণরূপে বদলে ফেলেছেন তিনি শ্রাবন্তী, গিয়েছিলেন জলি চন্দ্রের সাঁলো সার্টিন রোজেতে। সেখানে গিয়ে তিনি তার হাইলাইট করা চুলটিকে একেবারে কেটে দেন। জলির হেয়ার কাটের স্টাইলে পুরোপুরি বদলে যায় শ্রাবন্তী। তার চুলের রং হয়ে যায় কপার। অপরদিকে হালকা কার্লি ভাবও বললো ড্রাই করে নিয়ে আসে জলি। এর সাথে শ্রাবন্তীর হালকা মেকআপ ও গোলাপি লিপস্টিক তাকে আরও বেশি সুন্দর লাগছিল। অভিনেত্রীর পরনে ছিল একটি নীল রঙের শার্ট এবং ট্রাউজার ।
View this post on Instagram
2019 Women’s World Cup schedule, bracket, Carole Chazoule on TV
এই লুকের সাথে তিনি একটি ভিডিও বানিয়েছিলেন। যেখানে জলি এসে মন্তব্য করেছে, শ্রাবন্তী শিশুর মত একটি সহজ সরল এবং মিষ্টি মেয়ে। অত্যন্ত সুন্দরীও তা বলার অপেক্ষা রাখে না। তবে শুটিংয়ে ব্যস্ত থাকার দরুণ তার চুলের গোড়ায় অনেক ক্ষতি হচ্ছিল। তাই জন্যই তিনি পরামর্শ দিয়েছেন চুল ছোট করে নেওয়ার।