খোলামেলা পোশাকের ফাঁকে উন্মুক্ত ফর্সা শরীর, ফিল্মফেয়ার রেড কার্পেটে নজর কাড়লেন শ্রাবন্তী

টলিপাড়ার অন্যতম চর্চিত অভিনেত্রী ‘শ্রাবন্তী চট্টোপাধ্যায়’ (Shrabanti Chattopadhyay)। তার ক্যারিয়ার ছাড়াও ব্যক্তিগত জীবন নিয়ে সর্বদাই চর্চা হয় দর্শকমহলে। তবে এইসব কিছুতে তার কেরিয়ারের উপর বিশেষ প্রভাব পড়ে না। কিছুদিন আগেই ‘কাবেরীর অন্তর্ধান’ নামক ছবির মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা কুড়িয়েছেন অভিনেত্রী। এর পাশাপাশি ভবিষ্যতে বাংলার বিগ বাজেটের ছবি দেবী চৌধুরানীতে দেখা যাবে তাকে।
এরই মধ্যে শুক্রবার কলকাতায় আয়োজিত হল ‘জয় ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড বাংলা ২০২৩’। এই অনুষ্ঠানে অভিযান, বৌদি ক্যান্টিন সহ ১৪ টি সিনেমাকে নমিটেট করা হয়েছে। এর মধ্যে ‘পরমব্রত চট্টোপাধ্যায়’ অধিকাংশ নমিনেশনে ছিল। এর পাশাপাশি সেদিন রেড কার্পেটে অধিক নজর কেড়েছিলেন অভিনেত্রীর শ্রাবন্তী চট্টোপাধ্যায় লুক। তার নজরকাড়া লুক ব্যাপক ভাইরাল (viral) হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়।
শ্রাবন্তীর পরনে ছিল একটি মেটালিক সিলভার রঙের শাড়ি সাথে মেটালিক সিলভার রঙের ব্লাউজ পরেছিলেন তিনি। এসবের মধ্যে বিশেষভাবে নজর কেড়েছিল তার গ্রে রংয়ের শ্রাগটি। থ্রি কোয়ার্টার স্লিভের এই শ্রাগটি ঠিক কাফতানের মতন করে জড়িয়ে ছিলেন অভিনেত্রী। এর সাথে গ্লসি মেকআপ করেছিলেন। ঠোঁটে ছিল গ্লসি ব্রাউন লিপস্টিক। কানে ছিলো সাদা স্টোন স্টাডেড শ্যান্ডেলিয়র ইয়ারিং ।
View this post on Instagram
Insurance coverage provided by UnitedHealthcare Insurance dítě hvězdy or its affiliates Payer Initiated Reductions. PR. Patient Responsibility. Reason. Code.
স্বাভাবিকভাবেই তার এই ছবি অনুরাগী মহলে ব্যাপক নজর কেড়েছে। কিছু বছর আগেই কান ফিল্ম ফেয়ারে ঠিক শ্রাবন্তীর মতন করেই এসেছিলেন সোনাম কাপুর। তবে সেখানে তার পোশাকের রঙ ছিল অফ হোয়াইট এবং তার শ্রাগটি ছিল লম্বা।