Sunday, November 28, 2021

‘দশমীর শ্যুট শেষ হলেই ওদের বিসর্জন দিন’, ট্রোলের শিকার শোভন বৈশাখী

সোশ্যাল মিডিয়ায় এখন চর্চায় রয়েছেন শোভন-বৈশাখী (Sovan-Baishakhi) জুটি। সমালোচনাও কম হচ্ছে না যদিও। পুজোর ফ্যাশন ফটোশুট (Pujo Fashion Photoshoot) থেকে নাচ, গান, পিয়ানো বাজানো, অন্তাক্ষরী খেলা – কিছুই বাকি রাখেননি। সবটাই এখন প্রকাশ্যে। এমনকি সম্প্রতি ভাইরাল (Viral) হয়েছে কলকাতার রাস্তায় তাঁদের ঘোড়ার গাড়ি করে রোম্যান্স করার মুহূর্ত।

এসব দেখে নেটিজেনদের বক্তব্য, লোক হাসানোর একটা সীমা থাকা উচিত। কিন্তু তারা এসবে কান দিচ্ছেন না। নিজেদের মতো দিব্যি এনজয় করছেন। ইতিমধ্যেই সামনে এসেছে তাঁদের অষ্টমীর সাজে ফটোশুটের ভিডিও। আর সেখানে লাল পাড় সাদা বেনারসী শাড়িতে সেজে উঠেছেন বৈশাখী (Baishakhi Banerjee)। গা ভর্তি সোনার গয়না এবং খোঁপায় জুইঁ ফুলের মালা। এদিন শোভন চট্টোপাধ্যায়ের (Sovan Chatterjee) পরনে দেখা গেল লাল সুতোর কাজ করা সাদা পাঞ্জাবি।

আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই আবারও হাসির খোরাক হলেন তাঁরা। নেটিজেনদের মধ্যে একজন তো বলেই বসলেন, ‘দশমীর ফটোশুট হয়ে গেলেই এনাদের বিসর্জন দেওয়া হোক’। কারও মতে, ‘এটাই দেখার বাকি ছিল’। কারও মতে আবার, ‘শোভনের বুড়ো বয়সে হয়েছে ভীমরতি’।

⚡ Trending News

আরও পড়ুন