শ্যুটিংয়ের ফাঁকে স্ত্রী ও ছেলেকে নিয়ে পাহাড়ে ছুটি কাটাচ্ছেন ‘রানী রাসমণি’-র গদাই ঠাকুর

বর্তমান সময়ে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক জি বাংলার ‘করুণাময়ী রানী রাসমণি।’ এই ধারাবাহিকে অভিনয় করা প্রত্যেক চরিত্রই অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন। আর সেই তালিকায় রয়েছেন গদাধরের চরিত্রে অভিনয় করা সৌরভ সাহা। তিনি গদাধর চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছেন।
এই ধারাবাহিকে রামকৃষ্ণদেবের গদাধর থেকে পরমহংস হয়ে ওঠার গল্পটি এখন প্রায় অর্ধেক পর্যায়ে রয়েছে। ধারাবাহিকে গদাধরের নিষ্ঠা ভক্তির জেরে ভবতারিণী মায়ের মন্দিরের নাম ধীরে ধীরে শহরের চারিদিকে ছড়িয়ে পড়ছে। অভিনেতা ও সঠিকভাবে চরিত্র ফুটিয়ে তুলতে পেরেছেন। রামকৃষ্ণ দেবের চরিত্রে অভিনয় করার আগে বামাক্ষ্যাপা ধারাবাহিকে প্রথমদিকে বামার ভূমিকায় অভিনয় করেছেন সৌরভ। এর পরবর্তীকালে এরাও শত্রু, টাপুর টুপুর, কে তুমি নন্দিনি সহ বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।
প্রায় ১০ বছরের বেশি সময় তিনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন। এবার রামকৃষ্ণদেবের ভূমিকায় সৌরভ সাহা অভিনয় করার জন্য আড়াই বছর আগে থেকেই নিজেকে প্রস্তুত করেছেন। এই ধারাবাহিকের পরিচালক রুপক বলেন,” রাসমণি শুরু হবার প্রায় প্রথম দিক থেকে সৌরভের লুক সেট হয়। এতদিন ধরে তিনি অত্যন্ত ধৈর্য নিয়ে অপেক্ষা করেছেন। নিজেকে তৈরি করেছেন। ও খুব সৎ এবং পরিশ্রমী অভিনেতা।”
View this post on Instagram
তবে বর্তমানে সৌরভ সোশ্যাল মিডিয়া বেশ একটিভ থাকেন। ইতিমধ্যেই তার ইনস্টাগ্রামের ছবিতে শুধু পাহাড় আর পাহাড় এর ছবি। শুটিংয়ের ফাঁকে সময় বার করে তিনি শিলং এর পাহাড়ের সপরিবারে ঘুরতে গেছেন। স্ত্রী এবং ছেলেকে নিয়ে সময় কাটাতে তিনি এই যাত্রা করেছেন। পরিবারের সঙ্গে এই ঘুরতে যাবার একাধিক মুহূর্তের ছবি উঠে এসেছে অভিনেতার ইনস্টাগ্রাম প্রোফাইল। এই সমস্ত ছবি পোস্ট করার মাত্রই সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়ে গেছে।
View this post on Instagram