×
বিনোদন

বাবা না মেনে নেওয়ায় পাশের বাড়ির প্রেমিকাকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন, সৌরভ গাঙ্গুলির প্রেম কাহিনী হার মানাবে সিনেমার গল্পকেও

Advertisements
Advertisements

‘ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত’, আর বসন্ত মানেই ভালোবাসা। গোটা শহর জুড়ে প্রেমের মরশুম। কতো মানুষের প্রথম ভালোবাসা এই বসন্ত, কতো দিনের অপেক্ষার ফল এই বসন্ত। বসন্ত মানেই যেন মনের কোকিল ডেকে ওঠে বারবার। গাছে গাছে নতুন পাতা, নতুন ফুল সব মিলিয়ে যেনো বসন্তের প্রেমকে আরও খানিকটা বাড়িয়ে তোলে।

Advertisements

বসন্তে প্রেমে পড়েননি এই রকম মানুষ বোধ হয় খুব কমই আছেন। তবে প্রেম মানেই শুধু ভালোবাসা নয়। তার সাথে জড়িয়ে হাজারো প্রতিবন্ধকতা। কখনও পারিবারিক, কখন সম্পর্কের ভুল বোঝাবুঝি আবার কখনো তৃতীয় ব্যক্তির আগমন।তবে এই সমস্ত বাঁধা পেরিয়ে শেষ পরিণতি সাফল্য। আজ ঠিক এই রকমই এক দম্পতির কথা বলবো। যারা সারা শহরবাসীর কাছে আবেগ।

হ্যাঁ, ঠিকই ধরেছেন ‘সৌরভ গাঙ্গুলি’ (Sourav Ganguly) আর ‘ডোনা গাঙ্গুলি’র (Dona Ganguly) প্রেমের রসায়ন কিন্তু ঠিক এই একই রকম। তাঁদের সম্পর্কেও বাঁধা হয়ে দাঁড়িয়েছিল পরিবার। পাশপাশি দুই বাড়ি, সম্পর্ক বেশ ভালই ছিল।

তবে প্রেম যত গভীর হয়েছে ততই তিক্ততা বেড়েছে দুই পরিবারের মধ্যে। অগত্যা একদিন কাউকে না জানিয়েই আইনি মতে বিয়ে করেন তাঁরা। তারপরে বাকিটা অবশ্য সকলেরই জানা। প্রাক্তন ভারত অধিনায়ক নিজের মুখে একাধিকবার স্বীকার করেছেন সে কথা। বন্ধুদের নিয়ে রেজিস্ট্রি করার পরেই চলে গিয়েছিলেন বিদেশে খেলতে। তারপরে সিরিজ জিতে দেশে ফিরে সামাজিক মতে বিয়ে করেন এই দম্পতি। তাঁদের প্রেমের সাক্ষী কিন্তু গোটা শহর। গঙ্গার ঘাট থেকে শুরু করে উত্তর কলকাতার গলি, ময়দান আজও তাঁদের প্রেমের স্মৃতি বয়ে নিয়ে বেড়াচ্ছে।

Advertisements