Soumitrisha Kundu : কলকাতার রসগোল্লা’, প্রকাশ্যে গান গেয়ে মঞ্চ মাতালেন সকলের প্রিয় ‘মিঠাই রানী’

বাংলা ধারাবাহিকের তালিকায় শীর্ষ ভাগে রয়েছে ‘মিঠাই’। টিআরপি তালিকায় সেরকম জনপ্রিয়তা না কুড়াতে পারলেও, দর্শক মনে আজও মিঠাইয়ের জায়গা রয়েছে একই রকম। বলাবাহুল্য মিঠাই ধারাবাহিকে, মিঠাইয়ের চরিত্রে অভিনয় করা সৌমিতৃষাই (Soumitrisha kundu) জনপ্রিয়তার অন্যতম কারণ। তার অভিনয় দক্ষতা সকলের নজর কাড়ে।
অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার পাতাতেও তিনি যথেষ্ট অ্যাক্টিভ। প্রায়শই নিত্য নতুন সাজে তিনি ধরা দেন নেট দুনিয়ার পাতায় আর এবার থাকে দেখা গেছে একেবারে ভিন্ন রূপে! তবে কোনো ফটোশুট বা ধারাবাহিক নয়, এবার তিনি খোলা মঞ্চে গান গেয়ে শোনালেন। সম্প্রতি একটি মাচা শোয়ের মঞ্চে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী আর সেখানে গিয়ে সকলকে ‘কলকাতার রসগোল্লা’ গানটি গেয়ে তিনি শুনিয়েছেন।
তার পরনে ছিল একটি আকাশি রঙের সিল্কের শাড়ি, সাথে মোটা করে বাঁধা বিনুনি এবং মাথা ভর্তি সিঁদুর। এছাড়া হাতের শাখা-পলা, গয়না সবকিছুই ছিল। বলা বাহুল্য, সে পুরো মিঠাইয়ের সাজে এসেছিলেন ওই মঞ্চে।
View this post on Instagram
The Graves Golf is a global golf instruction rhealin könyvei with the Single Plane Swing a Graves Golf 3 or 5 Day Premier School with Tim or Todd Graves and the.
স্বাভাবিকভাবে এই ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তার কন্ঠে ‘কলকাতার রসগোল্লা’ গানটি শুনে, অনেকেই প্রশংসা জানিয়েছে তার সুরেলা গলার। ইতিমধ্যেই সকলে রীতিমতো তার গানেরও ফ্যান হয়ে গিয়েছে। কেউ তাকে বলেছে, ‘দিদি তুমি তো রসগোল্লার মতনই মিষ্টি’। আবার কেউ বলেছে, ‘তুমি যেমন দেখতে মিষ্টি সেরকম তোমার কন্ঠ মিষ্টি’।