Sunday, November 28, 2021

‘মন মোর মেঘের সঙ্গী’, গানে অসাধারণ নেচে ডান্স বাংলা ডান্সের মঞ্চ মাতালেন সৌমিলি

বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন সৌমিলি বিশ্বাস (Soumili Biswas)। টেলিভিশন (Television) ছাড়াও তিনি বেশ কয়েকটি সিনেমাও অভিনয় করেছেন। তবে, বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে জি বাংলার জনপ্রিয় নাচের রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’ (Dance Bangla Dance) এ। তাও আবার প্রতিযোগিদের নাচের গুরু হিসেবে। এছাড়াও সেই মঞ্চে রয়েছে রিমঝিম, ওম, দেবলীনা।

অভিনয়ের পাশাপাশি ক্ল্যাসিকাল নাচেও যে বেশ দক্ষ সৌমিলি (Soumili Biswas) তা আমরা প্রায় সকলেই জানি। তবে, নতুন করে আবার তার প্রমান মিললো ‘ডান্স বাংলা ডান্স’ (Dance Bangla Dance) এর মঞ্চে। গত ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে স্পেশাল নাচের প্রদর্শনী ছিল ডিবিডির মঞ্চে। আর সেখানেই ‘মন মোর মেঘের সঙ্গী’ গানে অসাধারণ নেচে রীতিমতো সকলকে তাক লাগলেন অভিনেত্রী (Actress)। তাঁর নাচের অঙ্গভঙ্গি থেকে শুরু করে প্রত্যেকটি স্টেপ মুগ্ধ করেছে সকলকে।

তাঁর নাচের প্রশংসা করেছেন অধিকাংশ দর্শক। তাঁদের কথায় সৌমিলির (Soumili Biswas) এই নাচই যথাযথ নাচ। কারোর কারোর আবার দাবি যে, এখনও অবধি এটাই বেস্ট নাচের পারফরম্যান্স। সম্প্রতি তাঁর এই নাচের ভিডিও হু হু করে ভাইরাল (Viral) হয়েছে নেট মাধ্যমে।

⚡ Trending News

আরও পড়ুন