×
বিনোদন

জীবনের অনেক জিনিস গুছিয়ে নিচ্ছি: শ্রাবন্তী

Advertisements
Advertisements

টলিপাড়ায় অন্যতভ চর্চিত অভিনেত্রী ‘শ্রাবন্তী চট্টোপাধ্যায়’। অভিনয় দক্ষতা ও সৌন্দর্যের মাধ্যমে দর্শক মনে এক আলাদা জায়গা করে নিলেও, তার ব্যক্তিগত জীবন নিয়ে সর্বদাই কাঁটা ছেড়া হয় অনুরাগী মহলে। তিনবার বিবাহ বিচ্ছেদের পরে, নানান কটাক্ষের ঝড় বয়েছে তার ওপরে। তবে এই সবে বিশেষ পাত্তা দেন না তিনি। নিজের মতন করে জীবন যাপন করেন।

Advertisements

কিছুদিন আগে শ্রাবন্তীকে দেখা গেছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘কাবেরীর অন্তর্ধান’ ছবিতে। এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-এর বিপরীতে অভিনয় করেছেন তিনি। এর পাশাপাশি চলতি বছরে আরও বেশ কিছু সিনেমাতে দেখা যাবে তাকে। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ার বাতাতেও বেশ অ্যাক্টিভ অভিনেত্রী। প্রায়শই নিত্য নতুন লুকে মন ভরিয়ে তোলেন দর্শকদের।

সম্প্রতি ইনস্টাগ্রামের পাতায় নিজেকে একেবারে অন্য রূপে মেলে ধরেছেন তিনি। কালো ভ্রমর পোশাকে দেখা মিলেছে শ্রাবন্তীর। মেকআপ রুমে ড্রেসিং টেবিলের সামনে, ফুল স্লিভ কালো পোশাক পরে দাঁড়িয়েছিলেন তিনি। মুখে ছিল হালকা মেকআপ, চুল ছিল অত্যন্ত ছোট করে কাটা। এর সাথে পায়ে হালকা হিল পরেছিলেন।

 

View this post on Instagram

 

Shared post on

MUTV | Subscribe to Unternehmen in Oberalm Man Utd TV or Stream Online

এই ছবির সাথে তিনি যে ক্যাপশন জুড়ে ছিলেন তা বিশেষভাবে আকৃষ্ট করেছে দর্শকদের। ইংরেজিতে তিনি লিখেছিলেন, নিজের জীবন গুছিয়ে নিচ্ছি। এই ছবি দেওয়া মাত্রই নানান মন্তব্য এসে জমা হয়েছে ছবির কমেন্ট বক্সে। কেউ বলেছে, “তোমাকে কালো পোশাকে বেশি ভালো মানায়”। কেউ বা বলেছে, “তুমি একই রকম সুন্দরী আছো”।

Advertisements