বর্তমানে টেলিভিশন জগতের বেশ জনপ্রিয় মুখ হল অভিনেত্রী সোনামণি সাহা। নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে খুব অল্প সময়ে তিনি দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন। আর তাই রোজ রাত ৮ টায় টেলিভিশনের পর্দায় মোহরের ধারাবাহিক দেখার জন্য দর্শকরা টিভির সামনে বসে পড়েন। আর এই ধারাবাহিকে গল্পটি অন্য ধারাবাহিকের গল্পের তুলনায় অনেকটা পৃথক। এই ধারাবাহিকের মূল বিষয় হলো কলেজের অধ্যাপকের সাথে কলেজ পড়ুয়ার প্রেম, এর মাধ্যমে বাস্তব জীবনের বিষয় গুলিকে তুলে ধরার চেষ্টা করা হয় আর তাই এর টিআরপি সবসময় প্রথম দিকে থাকতে দেখা যায়।
২০১৫ সালে সোনামনি কোরিয়োগ্রাফার সুব্রত রায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। আর এরপরেই তিনি অভিনয় জগতে প্রবেশ করেছিলেন। প্রথমদিকে তাদের সম্পর্ক ঠিক থাকলেও, পরের দিকে তাদের সম্পর্কের মধ্যে শুরু হয়ে যায় টানাপোড়ন। অভিনেত্রী মাত্র ১৮ বছর বয়সে বিয়ে করে নিয়েছিলেন। কিন্তু তার সেই বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি। কিছুদিন আগেই অভিনেত্রী এক সাক্ষাৎকারে নিজেকে ‘সিঙ্গল’ বলে দাবি করায় তার ‘ম্যারিটাল স্টেটাস’কে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছিল চরম উত্তাল। এমনকি এই বিষয়কে কেন্দ্র করে সোনামণি সাহার স্বামী সুব্রত, তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তাদের বিয়ের ছবি শেয়ার করে বললেন, অভিনেত্রী সোনামণি মোটেই সিঙ্গল নন, তিনি বিবাহিতা অর্থাৎ অভিনেত্রীর স্বামীর সঙ্গে তার এখনো যে বিবাহ বিচ্ছেদ হয়নি এই বিষয়টি স্পষ্ট হয়ে যায় নেটিজেনদের কাছে।
আর তাই গত রবিবার ছিল ‘মোহর’ ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী এবং প্রধান চরিত্র মোহর ওরফে সোনামণি সাহার জন্মদিন উপলক্ষে তাকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাতে ভুলেন না তার স্বামী সুব্রত। এই দিন সুব্রত সোশ্যাল মিডিয়ায় তাদের একটি ছবি শেয়ার করে অভিনেত্রীকে লিখলেন, “ভাল থেকো, আরও ভাল কাজ করো। অনেক বড় হও। আমার ভালবাসা সব সময় তোমার সঙ্গে থাকবে।” সঙ্গে মিষ্টি প্রশ্ন করলেন, “মোমো খেয়েছ আজকে?” এর সঙ্গে সোনামণিকে জন্মদিনের শুভেচ্ছাও জানালেন তার স্বামী সুব্রত।
তবে অভিনেত্রী জানিয়ে ছিলেন তিনি গত দেড় বছর ধরে তার স্বামীর থেকে দূরে আছেন। কিন্তু এখনো তাদের আইনি মতে ডিভোর্স হয়নি। তবে এই ব্যাপারে অভিনেত্রীকে বহুবার জিজ্ঞেস করা হলেও তিনি বলেন ব্যক্তিগত জীবনের ব্যাপারে তিনি কিছুই বলতে চান না। কিন্তু কি কারনে তার স্বামীর থেকে তিনি দূরে থাকছেন সেই বিষয়টি যদিও স্পষ্ট নয় এখনও। তবে অভিনেত্রী এবং তার স্বামী সুব্রতকে একসঙ্গে শেষবারের মত ‘দেবী চৌধুরানি’ ধারাবাহিকের অভিনেত্রী সোনামণির সহ-অভিনেতা রাহুল মজুমদারের রিসেপশনে দেখা গিয়েছিলো। অভিনেত্রী সোনামণির অভিনয় জগতের যাত্রা শুরু হয়েছিলো ‘দেবী চৌধুরানি’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে।