Tuesday, December 7, 2021

৬৪তে পা কুমার শানুর, গান গেয়ে কেককেটে জনপ্রিয় এই গায়কের জন্মদিন পালন করলেন সোনু, অভিজিৎরা

কুমার শানু (Kumar Sanu) ভারতীয় সঙ্গীত ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর গানের যাত্রা শুরু হয়েছিল আশি-নব্বইয়ের দশকে। নাম করা সুপারস্টারদের কন্ঠে কুমার শানুর আজও মানুষের কাছে নতুন। একের পর এক ব্লকবাস্টার ছবিতে তাঁর গলার গান ছবিকে আরো বেশি হিট করে দিয়েছিল। মানুষ এখনো গুনগুন করে গেয়ে চলেন পুরোনো দিনের সব নস্টালজিক গান। দেখতে দেখতে তাঁর অর্ধেক শতাব্দী পার হয়ে গেল এই ইন্ডাস্ট্রিতেই। তবে এখন কুমার শানু গান খুব একটা ছবিতে না গাইলেও নানা মিউজিক রিয়েলিটি শোগুলিতে বিচারক আসনে থাকেন।

কুমার শানু (Kumar Sanu) ভারতীয় সঙ্গীত ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর গানের যাত্রা শুরু হয়েছিল আশি-নব্বইয়ের দশকে। নাম করা সুপারস্টারদের কন্ঠে কুমার শানুর আজও মানুষের কাছে নতুন। একের পর এক ব্লকবাস্টার ছবিতে তাঁর গলার গান ছবিকে আরো বেশি হিট করে দিয়েছিল। মানুষ এখনো গুনগুন করে গেয়ে চলেন পুরোনো দিনের সব নস্টালজিক গান। দেখতে দেখতে তাঁর অর্ধেক শতাব্দী পার হয়ে গেল এই ইন্ডাস্ট্রিতেই। তবে এখন কুমার শানু গান খুব একটা ছবিতে না গাইলেও নানা মিউজিক রিয়েলিটি শোগুলিতে বিচারক আসনে থাকেন।

ওই দিনের বিভিন্ন মুহূর্তের মজার ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন সোনু নিখম। যেখানে দেখা যাচ্ছে একটি সুদৃশ্য ঘরে একসঙ্গে বসে রয়েছেন অভিজিৎ, শানুরা। আর ‘বার্থডে বয়’ এর জন্য নিজের করে কেক নিয়ে এলেন অভিজিৎ এবং তা কাটলেন শানু। আর পাশ থেকে সুর মেলালেন ‘হ্যাপি বার্থডে’ সোনু নিগম এবং অলকা ইয়াগনিক। ওইদিন ইন্ডাস্ট্রির সিনিয়রদের সঙ্গে জব্বর মজা করেছেন সোনু, তাইই অনুরাগীদের সঙ্গে শেয়ার করলেন সোনু। পোস্টের কমেন্টে ছোট ভাই সোনুকে ধন্যবাদ জানিয়ে তাঁর প্রতি নিজের ভালোবাসার কথাও জানিয়েছেন শানু।

⚡ Trending News

আরও পড়ুন