×
বিনোদন

অরিজিৎকে কাছে পেয়ে এ কি করে বসলেন গায়িকা ইমন!

Advertisements
Advertisements

টলিউড থেকে বলিউড সর্বত্রই ‘অরিজিৎ সিং’(Arijit Sing)-এর গানের জয় জয় কার। গোটা বিশ্ব দরবারে পৌঁছে গেছে তার কণ্ঠস্বর। বর্তমান প্রজন্মের কাছে সেনসেশন হয়ে উঠেছে তার গলা। সকলেরই পছন্দের গানের তালিকা খুঁজলেই দেখা যাবে সেখানে জ্বলজ্বল করছে অরিজিৎ সিং-এর গান। তবে শুধু গান নয়, তিনি ভালো মনেরও একজন মানুষ।

Advertisements

তাকে একেবারে মাটির মানুষ বলেই আখ্যা দেওয়া শ্রেয়। দেশ-বিদেশে গানের কনসার্ট করতে গেলেও তার পা সর্বদাই থাকে মাটিতে। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে নিজের বাড়িতেই স্ত্রী, ছেলে-মেয়েকে নিয়ে থাকেন তিনি। বাস্তব জীবনেও আর পাঁচটা সাধারণ মানুষের মতো এই জীবনযাপন করে সে। নিজেকে কখনোই লাইমলাইটে আনতে পছন্দ করেন না তিনি।

বাংলা ছাড়িয়ে দেশ-বিদেশের গণ্ডিতেও পা রেখেছে তার ভক্তের সংখ্যা। এমনকি তারকারাও উৎসুক হয়ে থাকে অরিজিৎ সিংকে দেখবে বলে। এবার সেরকমই এক দৃশ্য দেখা গেল সোশ্যাল মিডিয়ার পাতায়। গায়িকা ইমন চক্রবর্তী (Imam Chakraborty) একটি ছবি আপলোড করেছে, অরিজিৎ সিং-এর সাথে। যেখানে তাকে দেখা গেছে, একটি সবুজ সোয়েটারে খোলা চুল এবং চোখে চশমা পড়ে খুবই সাধারণ ভাবে।
দুই হাত গালে দিয়ে একেবারে অবাক হওয়ার এক্সপ্রেশন দিতে। অপরদিকে সব সময়ের জন্যই সাদামাটা থাকা গায়ক অরিজিৎ সিং পরেছিলেন একটি সবুজ ও সাদা সোয়েটার, মাথায় টুপি এবং মুখে সেই চেনা হাসি।


ছবির সাথে গায়িকা ক্যাপশন দিয়েছে, “আর কিছু চাই না”। এরপরে অরিজিৎ সিংকে মেনশন করে ভালোবাসা ও হাত জোড় করার ইমোজিও দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে এই ছবিটি। তারকা থেকে শুরু করে অনুরাগী মহল সর্বত্রই ছড়িয়ে গেছে এই পোস্টটি। প্রত্যেকেই নানান মন্তব্য তুলে ধরেছে কমেন্ট বক্সে। কেউ লিখেছে, “এই মানুষটা ভগবান। যে দেখবে তার জীবন সার্থক”। অন্য একজন লিখেছে, “তোমায় দেখে হিংসা হচ্ছে”। কেউ আবার লিখেছে, “দুই লেজেন্ড এক ফ্রেমে বন্দি”। এমনকি গায়ক সিধু পর্যন্ত এই পোস্টে কমেন্ট করেছে।

Advertisements