‘বেশরম রং’ গানে শাহরুখ-দীপিকার খুল্লাম খুল্লা রোমান্স নিয়ে এবার মুখ খুললেন গায়ক অভিজিৎ

‘পাঠান’ ছবির ‘বেশরম রং’ গানটি রিলিজ হবার পর থেকেই বিতর্ক যেন লেগে রয়েছে। সোশ্যাল মিডিয়ায় অরিজিৎ সিং-এর গাওয়া সকল গান দর্শক-মনে অনেক সারা ফেলতে পারলেও এই গানটি যেন শুধুমাত্র কটাক্ষই ছুঁড়েছে তার দিকে। এবার অরিজিৎ সিং-এর এই গান নিয়ে মুখ খুললেন অপর এক গায়ক ওরফে শাহরুখ খানের (Shahrukh khan) বন্ধু। তিনি আর কেউ নন তিনি হলেন গায়ক ‘অভিজিৎ ভট্টাচার্য’। ‘পাঠান’ সিনেমার গান নিয়ে এবার কটাক্ষ করতে তিনিও ছাড়লেন না।
এক সময় শাহরুখ খান এবং অভিজিৎ ভট্টাচার্যের এক সুমধুর সম্পর্ক ছিল। তবে সময়ের সঙ্গে সব সম্পর্কের রঙে যে ফিকে হয়ে যায়, তারই প্রমাণ দিল তারা দুজনে। ‘ঝুমে যো পাঠান’ গানটি নিয়ে তার করি মন্তব্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে। গায়ক অভিজিৎ সম্প্রতি তিনি ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন, যদিও দেখা গেছে সেই ভিডিওটি তার ফ্যানেদের তৈরি। ভিডিওর একদিকে গানের সাথে লিপ মিলিয়েছেন শাহরুখ খান।
এই ভিডিও তে ৫৭ বছর বয়সী শাহরুখ খানের সাথে দেখা গিয়েছে একেবারেই যুবতী দীপিকাকে। এছাড়া এখানে দেখা গেছে অভিজিৎ সিং-এর জনপ্রিয় গান ‘মোহাম্মদ হো গেয়ি হ্যায়’ বাজছে ওই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে। এই ভিডিওটি শেয়ার করেছেন গায়ক অভিজিৎ এবং তিনি দীপিকাকে বলেছেন, “টুকরো টুকরো রানি”!
শাহরুখ খানের উদ্দেশ্যে বলেছেন, “এই বয়সে এসেও শেষমেষ টুকরো টুকরো রানীর সঙ্গে”! তিনি আরো বলেছেন যে, “ভালোবাসার যেমন কোনো ঠিক নেই, সেরকমই ঘৃণারও জেনে বুঝে হয় না” । গায়ক বলেছেন শাহরুখ খান নাকি বুড়ো হয়ে গেছে, তাই এই বয়সে তার নিজের সম্মান রাখা উচিত। শাহরুখ খানের প্রতি রেগে তিনি জানিয়েছেন, “আগে যখন আমি তার হয়ে প্লে ব্যাক করতাম তখন তিনি রকস্টার ছিলেন আর এখন হয়েছেন লুঙ্গি ডান্সার”। অনেকেই অভিজিতের এই জাতীয় মন্তব্যকে বেশ সমর্থন করেছে।