×
বিনোদন

খালি গলায় অসাধারণ গান গেয়ে তাক লাগলেন শ্রেয়া ঘোষাল, প্রশংসার ঝড় সোশ্যাল মিডিয়ায়

Advertisements
Advertisements

সংগীত জগতের অন্যতম জনপ্রিয় তারকা ‘শ্রেয়া ঘোষাল’ (Shreya Ghoshal)। তার গলায় যেন স্বয়ং সরস্বতীর বাস! নিজের অসাধারন সুরেলা কণ্ঠের মাধ্যমে, দেশ ছাড়িয়ে বিদেশের গণ্ডিতেও তার জনপ্রিয়তা গিয়ে ঠেকেছে। জন্মসূত্রে বঙ্গতনয়া শ্রেয়া ঘোষালের গানে ৮ থেকে ৮০ সকলেই ফিদা।

Advertisements

২০০২ সালে সঞ্জয়লীলা বানশালির ‘দেবদাস’ সিনেমা থেকে তার কেরিয়ার সর্বপ্রথম শুরু হয়। সেই ছবিতেই নিজের সুরের উপর দক্ষতা দেখিয়ে, সকল দর্শকদের মুগ্ধ করেছিলেন শ্রেয়া ঘোষাল। এরপরে একাধিক মন মাতানো গানের মাধ্যমে শ্রোতাদের কাছে জনপ্রিয় প্লেব্যাক গায়িকা হয়ে উঠেছেন তিনি। বাংলা, হিন্দি মিলিয়ে প্রায় কুড়িটিরও বেশী ভাষায় ২৪০০ টিরও বেশি গান গেয়েছেন তিনি।

১৯৮৪ সালের ১২ই মার্চ মুর্শিদাবাদ জেলার বহরমপুরে জন্মগ্রহণ করেন শ্রেয়া ঘোষাল। তবে অনেক আগে থেকেই কাজের জন্য মুম্বাই এসে বসবাস করতেন তিনি। সারেগামাপার মঞ্চে প্রতিযোগী হিসেবে সর্বপ্রথম দেশবাসীর মন জয় করে নিয়েছিলেন। এরপর সেখান থেকেই সঞ্জয়লীলা বানশালির দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি। মাত্র ১৮ বছর বয়সেই পদার্পণ করেছিলেন বলিউডে গানের জগতে।

 

View this post on Instagram

 

Shared post on

সম্প্রতি ইনস্টাগ্রামের পাতায় শ্রেয়া ঘোষালের একটি গান তুমুল জনপ্রিয় হয়েছে। যেখানে গায়িকাকে দেখা গেছে খালি গলায়, ‘তুঝে ভি চাঁদ’ গানটি গাইতে। কোনরকম যন্ত্র বা মিউজিক ছাড়াই, অত্যন্ত দক্ষতার সাথে সুরের উপর নিজের দাখিলদারিত্ব দেখিয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই শ্রোতাদের মন জয় করে নিয়েছেন এই খালি গলায় গানের মাধ্যমে। ‘সারেগামাপা অফিশিয়াল’ (saregamapa_official) নামে একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি আপলোড করা হয়েছিল। বর্তমানে এই ভিডিওর ভিউজ সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৬৩ হাজারে এবং ৮৫ হাজারের বেশি মানুষ ভিডিওটি পছন্দ করেছে।

Advertisements