সুখবর ঘোষণা করলেন শ্রেয়া ঘোষাল, পরিবারে নতুন সদস্যের আগমন

শীতের মরসুম পরতেই শুরু হয়েছে বিয়ের মরসুম। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা, সকলেই মেতে উঠেছে খুশির আমেজে। সকলেই নিজেদের আনন্দ অনুষ্ঠানের মুহূর্ত ভাগ করে নিচ্ছে সোশ্যাল মিডিয়ার পাতায়। এবার এই তালিকাতে নাম লেখালেন ‘শ্রেয়া ঘোষাল’ ঙ(Shreya Ghoshal)। তার ভাই সৌম্যদীপ ঘোষালের (soumyadeep Ghoshal) বিয়ের নানান ছবি তিনি সে ভাগ করে নিলেন, তার অনুরাগীদের সাথে। মাঘ মাসের শুরুতেই বিবাহ সম্পন্ন হল সৌম্যদীপ ও তার প্রেমিকা রোশনির।
সোশাযাল মিডিয়ার পাতায় ভাইয়ের বিয়ের বেশ কিছু ছবি, গায়িকা শ্রেয়া এক শেয়ার করেছেন। এর সাথে তিনি লিখেছেন, তার এখনও বিশ্বাস হচ্ছে না যে, তার ছোট ভাইটির বিয়ে হয়ে গেছে। দুটো সুন্দর মনের মিলন হলো! তবে তারা দুজনেরই ভিন্ন রাজ্যের; রোশনি দক্ষিণ ভারতের বাসিন্দা। কিন্ত তাদের দুজনের মনের রয়েছে। এই আনন্দে শ্রেয়া ঘোষালের চোখে পর্যন্ত জল চলে এসেছিল! ভাই এবং ভাইয়ের বউকে অনেক ভালোবাসা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ছোট থেকে ভাইকে তিনি কোলে পিঠে করে মানুষ করেছেন।
শ্রেয়া ঘোষালের শেয়ার করা ছবিগুলিতে দেখা গিয়েছিল, তার ভাইয়ের দুটি নিয়মে বিয়ে হয়েছে; একটি দক্ষিণ ভারতীয় এবং অপরটি বাঙালী রীতি। প্রথম দিনে সোনালী রঙের শেরওয়ানি পড়েছিল সৌম্যদীপ এবং সোনালী রঙের শাড়ি পড়েছিল রোশনী। অপরদিকে বাঙালি বিয়ের দিনে সাবেকি সাজে সেজেছিল তারা দুজনেই। সৌম্যদীপের পরনে ছিল বরের সাজ। অপরদিকে রোশনি পরেছিল লাল রঙের বেনারসি ও লাল ওড়না, শাখা-পলা সবকিছুই।
View this post on Instagram
এই বিয়ের আয়োজন করা হয়েছিল গোয়াতে। অনেকেই শ্রেয়া ঘোষালের এই পোস্ট দেখে সৌম্যদীপ ও রোশনিকে শুভেচ্ছা জানিয়েছে। সেই তালিকায় রয়েছে হর্ষদীপ গৌড়, গায়িকা কৌশানি চক্রবর্তী এছাড়া হাজারো অনুরাগী।